E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুনামগঞ্জে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দির ভাংচুরসহ লুটপাটের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন

২০২১ মার্চ ২০ ১৭:৪০:৪০
সুনামগঞ্জে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দির ভাংচুরসহ লুটপাটের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : “ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্বিচারে হামলা, বাড়ীঘর ও মন্দির ভাংচুর এবং লুটপাটের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরা মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা ও সদর উপজেলার শখার আয়োজনে শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত,জেলা ওয়াকার্স পার্টি'র সাধারণ সম্পাদক এড. ফাইমুল হক কিসলু প্রমুখ।

বক্তারা বলেন, হেফাজত ইসলামের একাংশের সভাপতি মামুনুল ইসলামের নির্দেশনায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার নওয়াগাঁও গ্রামে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে হিন্দু সম্প্রদায়ের ৯০ টি বাড়িঘর ও ৬টি মন্দির ভাঙচুরসহ লুটপাট করা হয়েছে। হামলা চালানো হয়েছে সাতজন মুক্তিযোদ্ধার ওপর। মামুনুল ইসলামের আপত্তিকর বক্তব্য নিয়ে ফেসবুকে ঝুৃড়ন দাস আপনের স্টাটাস দেওয়াকে কেন্দ্র করে আগের দিন ঘোষণা দিয়েই হেফাজত ইসলাম হিন্দুদের উপর এ ধরণের ববর্রোচিত হামলা চালায়।

২০১২ সালে ফতেপুর হাইস্কুল মাঠে সাব্ধীনতা দিবস উপলক্ষ্যে মঞ্চস্ত নাটকে মহানবীকে কটুক্তি সংক্রান্ত দৃষ্টিপাত পত্রিকায় প্রকাশিত মিথ্যা খবরকে ঘিরে কালিগঞ্জের ফতেপুর ও চাকদাহে সহিংসতার ঘটনায় ভাঙচুর ও লুটপাট মেরে পুড়িয়ে দেওয়া ১৫টি হিন্দু পরিবার আজো স্বাভাবিক হতে পারেনি। অথচ রাষ্ট্রদ্রাহ মামলার চার্জশীটভুক্ত আসামী জিএম নূর ইসলাম, ডিএম কামরুল, যুবলীগ নেতা মিন্টুরা রয়েছে ফুরফুরে মেজাজে।

মামলাটি নতুন করে তদন্তে যাওয়ায় তারা মহানন্দে। তাদের বিচার না হওয়ায় জেলায় হিন্দুদের জমি দখল, মন্দির ও প্রতিমা ভাঙচুর, হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে। এমনকি আশাশুনির কুড়িকাহুনিয়ায় ক্ষতিপূরণ না দিয়ে বা পূর্ণবাসনের ব্যবস্থা না করে ১১টি ঋষি পরিবারসহ ১৮টি পরিবারকে উচ্ছেদের চেষ্টা চলছে। বক্তারা এ সময় সুনামগঞ্জসহ দেশব্যাপি সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনার সঙ্গে সম্পৃক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

(আরকে/এসপি/মার্চ ২০, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test