E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ আটক ৮ 

২০২১ মার্চ ২২ ১৮:২৩:৫৩
মাদারীপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ আটক ৮ 

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মোটেল মতি থেকে দেহ ব্যবসার অভিযোগে পাঁচ নারীসহ আটজনকে আটক করেছে মাদারীপুর ডিবি পুলিশ। সোমবার দুপুরে আটকদের আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মোটেল মতি’তে রবিবার দুপুরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে নারীসহ ৮ জনকে আটক করে। আটকের পর রাত ১০টার দিকে মাদারীপুর সদর থানায় আটকদের হস্তান্তর করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে রবিবার রাতে একটি মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে আটকদের আদালতে প্রেরণ করা হয়।

আটকরা হলো মোটেল মতির ব্যবস্থাপক শহরের কুকরাইল গ্রামের নাজিম উদ্দিন হাওলাদারের ছেলে আল জাকির ওরফে সেলিম হাওলাদার (৩৮), শকুনী এলাকার আলমগীর শিকদারের ছেলে হারুন শিকদার সজিব (৩৫) এবং মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভান্ডারীকান্দি গ্রামের আবুল কালাম বেপারীর ছেলে মোক্তার হোসেন (২৩) সহ আরও পাঁচজন নারী।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আব্দুল হান্নান জানান, মাদারীপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মোটেল মতিতে অসামাজিক কার্যক্রম চলছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে ডিবি পুলিশ এক অভিযান চালায়। এসময় মোটেল থেকে ৫ জন নারী ও ৩ জন পুরুষকে আটক করে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে। সোমবার দুপুরে আটকদের আদালতে প্রেরণ করা হয়।

(এ/এসপি/মার্চ ২২, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test