E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যামনগরে স্কুলের ফটকে টাঙানো হলো বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও মোদির ছবি সম্বলিত ব্যানার 

২০২১ মার্চ ২৩ ১৯:০০:০৬
শ্যামনগরে স্কুলের ফটকে টাঙানো হলো বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও মোদির ছবি সম্বলিত ব্যানার 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আর চার দিন পর সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালী মন্দিরে পুজা দিতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোমি। তার আগমনকে ঘিরে শ্যামনগর এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার মন্দিরে পুজা দিতে আসা নারী, পুরুষ ও শিশুদের দুপুর ১২টার পর ভিতরে ঢুকতে দেওয়া হয় বিশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। সাংবাদিকদের ভিডিও ফুটেজ ও স্থির ছবি সংগ্রহে আপত্তি করা হয়। তবে এতদিন শ্যামনগরে নরেন্দ্র মোদীর কোথাও কোন ছবি, ব্যানার ও ফেস্টুন টাঙানো না হলেও মঙ্গলবার ঈশ্বরীপুর এ সোবহান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের ভিতরের দিকে বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত ব্যানার সাটতে দেখা যায়। যদিও ওই ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয়।

এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় থেকে যশোরেশ্বরী মন্দির পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার রাস্তার দু’পাশে বাঁশ ও পিলার পোতা হচ্ছে। রাস্তা থেকে অপসারণ করা হচ্ছে স্পিড ব্রেকার। স্থানীয়ভাবে নিরাপত্তার দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থার লোকজন পরিচয় না দিয়েই উর্দ্ধতন কর্মকর্তাদের বরাত দিয়েই ছবি তুলতে নিষেধ করেন। এমনকি সাধারণ মানুষের মন্দির এলাকায় যাতায়াতের উপর কড়াকড়ি করা হয়েছে। র‌্যাব, বিজিবি ও পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা বিশেষভাবে টহল দিচ্ছেন।

(আরকে/এসপি/মার্চ ২৩, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test