E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে তিন দফা নির্বাচনী সহিংসতায় আহত ৩২, দুই মামলায় আসামি ৬৫

২০২১ মার্চ ২৩ ১৯:০৬:২০
বাগেরহাটে তিন দফা নির্বাচনী সহিংসতায় আহত ৩২, দুই মামলায় আসামি ৬৫

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলায় সোমবার (২২মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ফের নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের চার জন আহত হয়েছেন। উপজেলার সাউথখালী ইউনিয়নের ১ নম্বর সোনাতলা ওয়ার্ডের দক্ষিণ সোনাতলা গ্রামে ইউপি সদস্য প্রার্থী শফিকুল ইসলাম ডালিম ও জাহাঙ্গীর হাওলাদারের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতরা হলেন, ডালিমের সমর্থক মজিবর হাওলাদার (৬০) তার দুই ছেলে হেলাল (৩৪) ও কাওসার (২৫) এবং প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীরের সমর্থক ইউসুফ আলী হাওলাদার (৫৮)। এদের মধ্যে গুরুতর আহত ডালিমের সমর্থক তিন জনকে ওইরাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, এর আগে গত শুক্রবার সকালে ওই ইউনিয়নের ১নম্বর সোনাতলা ও ৫নম্বর উত্তর সাউথখালী ওয়ার্ডে পৃথক সংঘর্ষে অন্তত ২৮জন নারী-পুরুষ আহত হন। এই ঘটনার জেরে ওইদিন রাতে দুটি দোকানে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় ৬৫ জনকে আসামী করে শনিবার শরণখোলা থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। এনিয়ে পৃথক তিনটি সহিংস ঘটনায় ৩২জন আহত হন। এদিকে, নির্বাচনী সহিংসতারোধে বুধবার বিকেলে আইনশৃঙ্খলা সভা আহবান করেছে পুলিশ।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ইউপি সদস্য প্রার্থী জাঙ্গীরের সমর্থক ইউসুফ হাওলাদার বলেন, ওইদিন রাতে স্থানীয় তাফালবাড়ি বাজার থেকে বাড়িতে যাচ্ছিলাম। তখন রাত আনুমানিক সাড়ে ৯টা বাজে। বাড়ির কাছাকাছি গেলে আগে থেকে ওৎ পেতে থাকা ৮-৯জন লোক আমার ওপর হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে আমার মাথায় কোপ দিলে আমি তাদের হাত থেকে দা ছিনিয়ে নেই। নিজে বাচার স্বার্থে এর পর কী ঘটেছে তা বলতে পারছি না।

ইউপি সদস্য প্রার্থী শফিুকল ইসলাম ডালিম বলেন, প্রতিপক্ষের দায়ের করা মমালায় আমার কর্মীরা সোমবার কোর্ট থেকে জামিন নিয়ে রাতে বাড়িতে গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকেরা তাদের ওপর হামলা চালায়। তারা আমার তিন সমর্থকে হত্যার উদ্দেশে কুপিয়ে গুরুতর জখম করে। রাতে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়। আহতরা বর্তমানে খুলনা মেক্যিালে চিকিৎসাধীন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, নির্বাচনী সহিংসতা যাতে না ঘটে সেজন্য পুলিশ তৎপর রয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সহিংসতারোধ ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বুধবার বিকেলে সোনাতলা মডেল বাজারে পুলিশের পক্ষ থেকে সকল প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের নিয়ে সভা আহবান করা হয়েছে।

(এসএকে/এসপি/মার্চ ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test