E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসকের মাস্ক বিতরণ  

২০২১ মার্চ ২৪ ১৩:৪৬:১০
গাজীপুরে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসকের মাস্ক বিতরণ  

স্টাফ রিপোর্টার, গাজীপুর : ক্রমবর্ধমান করোনা সংক্রমণ রোধকল্পে জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ করণ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

বুধবার (২৪মার্চ) সকালে গাজীপুর মহানগরীর রাজবাড়ী সড়কে চলাচলকারী জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি ।

এ সময় জেলা প্রশাসক করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বলেন, মাস্ক ব্যবহার আমাদেরকে স্বাভাবিক কাজকর্মের মধ্যেও করোনা সংক্রমণ প্রতিরোধে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা মাস্ক ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে ও একটু পর পর হাত ধুয়ে করোনা সংক্রমণ প্রতিরোধ করতে পারি। এজন্য ঘরের বাইরে এলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

তিনি আরো বলেন, আজকে গাজীপুর মহানগরীতে চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। রাস্তাসহ যেকোন পাবলিক প্লেসে মাস্ক ছাড়া কাউকে পাওয়া গেলে জরিমানা করা হবে। তিনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলাবাসীকে ঘরের বাইরে এলে মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফরোজা আক্তার রিভা, জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেটগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ রাজবাড়ী সড়কসহ বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে ও প্রচারণা চালান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় কয়েকজনকে মাস্ক ব্যবহার না করার অপরাধে জরিমানা করতে দেখা যায়।

(এস/এসপি/মার্চ ২৪, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test