E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তালায় নির্বাচনী প্রচারণাকালে জাপার নেতা-কর্মীদের উপর আ. লীগের হামলা, আহত ৮

২০২১ মার্চ ২৪ ১৫:৫২:২১
তালায় নির্বাচনী প্রচারণাকালে জাপার নেতা-কর্মীদের উপর আ. লীগের হামলা, আহত ৮

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণাকালে জাতীয় পার্টির নেতা কর্মীদের উপর আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলায় আটজন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে সাতটি মোটর সাইকেল।মঙ্গলবার মধ্যরাতে সাতক্ষীরার তালা উপজেল সদরের খানপুর ঋষিপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

তালা সদরের জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী এস এম নজরুল ইসলাম জানান,তিনি মঙ্গলবার রাত ১১টার দিকে কেসমত ঘোনা গ্রামের ঋষিপাড়ায় মতবিনিময় শেষে সহকর্মীদের নিয়ে সদরে ফিরছিলেন। এসময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নলতার লুৎফর নিকারী হত্যা ও তালা থানার এক সহকারি উপপরিদর্শকের উপর হামলা মামলার আসামী উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদকের পদ থেকে বহিস্কৃত সরদার জাকিরের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী তাদের ওপর রড, হাতুড়ি ও লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায়। তার নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে খানপুর ঋষিপাড়ায় আশ্রয় নিলে দ্বিতীয় দফায় তাদের উপর হামলা চালানো হয়।

এ সময় তার দলের কর্মী মুড়াকুলিয়ার ওজিয়ার শেখ, ঋষিপাড়ার স্বপন দাস,তার মা আমাপতি দাস, জাদব দাস, বিধান দাস জখম হয়। ভাঙচুর করা হয় তার কর্মীদের ব্যবহৃত সাতটি মোটর সাইকেল। গুরুতর জখম ওজিয়ার শেখকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করনা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে হামলার বিষয়টি অস্বীকার করে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সরদার জাকির হোসেন জানান,নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন নজরুল ইসলাম। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন,খানপুর ঋষিপাড়ায় আমার পক্ষে প্রচারণা চালান আওয়ামী লীগের কর্মী সুফিয়া খাতুন। ঋষিপাড়া থেকে বের হওয়া মাত্রই তার ওপর হামলা চালায় নজরুলের বাহিনী।

এলাকার লোকজন এগিয়ে এলে নজরুলের সমর্থকরা হামলা চালিয়ে তার কর্মী সাদ্দাম হোসেন, তৈয়ুবুর রহমান ও শিউলী খাতুনকে আহত করে। তাদেরকে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার বিকেল চারটা পর্যন্ত এ নিয়ে থানায় কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/মার্চ ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test