E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উৎরাইল হাট থেকে ৬০ লাখ টাকার সুন্দরী কাঠ উদ্ধার

২০১৪ আগস্ট ২৭ ১৮:১৯:৪৪
উৎরাইল হাট থেকে ৬০ লাখ টাকার সুন্দরী কাঠ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি : কোস্টগার্ড অভিযান চালিয়ে আবারো মাদারীপুরের শিবচর উৎরাইল হাট থেকে সুন্দরবনের বিক্রয় নিষিদ্ধি ৬০ লাখ টাকার সুন্দরী কাঠ জব্দ করেছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এরআগে গত ২১ এপ্রিল একই হাট থেকে প্রায় দেড় কোটি টাকা মুল্যের সুন্দরী কাঠ জব্দ করেছিল কোস্টগার্ড।

জানা যায়, মঙ্গলবার ছিল শিবচরের ঐতিহ্যবাহী উৎরাইলের হাটের দিন। মঙ্গলবার সকাল থেকে লে. ডিএম মোজাহিদুর রহমান নেতৃত্বে মংলা কোস্টগার্ডের একটি দল উৎরাইল হাটের কাঠপট্টি ঘিরে ফেলে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কাঠ ব্যবসায়ীরা পালিয়ে যায়। বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে কোস্টগার্ড ৪টি টি কাঠের দোকান থেকে ৪ ট্রাক বিক্রয় নিষিদ্ধ সুন্দরবনের সুন্দরী কাঠ আটক করে। তবে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। আটক করা কাঠগুলো জব্দ করে মংলা কোস্টগার্ড জোনাল কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

অভিযান পরিচালনকারী মংলা কোস্টগার্ডের লে. মোজাহিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকার কাঠ আটক করা হয়েছে। কাঠগুলো বনবিভাগে বুঝিয়ে দেয়া হবে।

(এএসএ/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test