E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

২০২১ মার্চ ২৬ ১৭:১২:০৫
রাজবাড়ীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : সারা বিশ্বের মত বাংলাদেশও এখন লড়াই করছে করোনাভাইরাস মহামারীর সঙ্গে। তার মধ্যেই এবারের মার্চ বাঙালির জীবনে এসেছে অনন্য সাধারণ এক উদযাপনের উপলক্ষ নিয়ে। এবারের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। 

একই সাথে যার হাত ধরে একাত্তরে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা, সেই মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ১০১ বছর উদযাপন চলছে গতবছরের মার্চ থেকে। আর এবারের মার্চে তা মিলছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপনের সঙ্গে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে রাজবাড়ীর সকল সরকারি দপ্তর সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-রাজনৈতিক মহলগুলো।

২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ও বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে পুষ্প অর্পণ ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। সকালে থেকে শুরু হয়ে দুপুর অবদি চলে আলোচনা সভা, অতিথি ও স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ২৬ মার্চ ও বঙ্গবন্ধুকে ঘিরে নানা প্রতিযোগিতা, আবৃত্তি সহ প্রভৃতি আয়োজ।

বিশেষ এই দিনটির আয়োজনে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর সম্মানিত জেলা প্রশাসক জনাব দিলসাদ বেগম, রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ফকির জব্বার। সেই সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণ।

(একে/এসপি/মার্চ ২৬, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test