E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোদির আগমনে সাতক্ষীরায় সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা

২০২১ মার্চ ২৬ ১৮:২১:২০
মোদির আগমনে সাতক্ষীরায় সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালি মন্দির পরিদর্শন উপলক্ষ্যে পুলিশের নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে শুক্রবার বিকালে শ্যামনগর সরকারী মহসীন ডিগ্রি কলেজ মাঠে উক্ত নিরাপত্তা বিষয়ক ব্রিফিং-এ প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড.খঃ মহিদ উদ্দীন বিপিএম (বার)।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত নিরাপত্তা বিষয়ক ব্রিফিং-এ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অপারেশনস এন্ড ক্রাইম) মোঃ নজরুল ইসলাম। এসময় সেখানে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি খুলনা রেঞ্জের উপমহা পুলিশ পরিদর্শক এসময় বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের রাষ্ট্রের মেহমান। তাকে ঘিরে বেশ কিছুদিন যাবত তার নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামীকাল শনিবার তার আসার কথা। এ উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ভিভিআইপিদের ক্ষেত্রে যেমন নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন ঠিক তেমনই নেয়া হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের ইউনিফর্মের যে ব্যবস্থা সেটি নেয়া হয়েছে। আমাদের ইনটেলিজেন্স এর যে বিষয় গুলো সেটি নেয়া হয়েছে।

আমাদের ভিভিআইপির আগমনের আগের যে নিরাপত্তা সেটি নেয়া হয়েছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় এক হাজার ৩০০ পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা কাজ করছে। এমনকি তার চলে যাওয়ার পরে ওখানে পৌছানো পর্যন্ত আমাদের যে দায়িত্ব সেটি নেয়া হয়েছে। ফোর্সদের ব্রিফ করা হয়েছে। তাদের কি করনীয় ? কিভাবে কাজ করবে সেটি বুঝিয়ে দেয়া হয়েছে। আমরা আশা করি আমরা যেভাবে নিরাপত্ত সাজিয়েছি তাতে আমরা রাষ্ট্রীয় মেহমানকে এখানে সুন্দরভাবে আমন্ত্রন জানিয়ে নিরপত্তা প্রদান করে আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবো। তিনি আরো বলেন, আমন্ত্রিত অতিথির নিরাপত্তার বিষয়ে যা যা প্রয়োজন সবধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহন করা হয়েছে। নিরাপত্তার কোন প্রকার ঘাটতি নেই।

(আরকে/এসপি/মার্চ ২৬, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test