E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ড্রাইভার আলমের প্রভাবে অসহায়!

২০২১ মার্চ ২৭ ২৩:৫৫:১৯
প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ড্রাইভার আলমের প্রভাবে অসহায়!

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ দপ্তরের ধারাবাহিক সংবাদ প্রকাশের পর বেরিয়ে আসছে অনেক অজানা তথ্য। ইতিমধ্যেই ভুক্তভোগী খামারী ও নির্যাতিতরা মুখ খুলতে শুরু করেছেন। বিভিন্ন উর্ধতন কর্মকর্তার দপ্তরে প্রতিকার চেয়ে আবেদন করছেন। প্রাণিসম্পদ দপ্তরের নানা অনিয়ম ও দুর্নীতির খতিয়ান দীর্ঘ হতে শুরু করেছে।

অনুসন্ধানে ও প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলে জানা গেছে, রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ দপ্তরে ড্রাইভার পদে চাকুরী করেন আলম। এ চাকুরী করেই গেল কয়েক বছরেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন প্রাণিসম্পদ দপ্তরের ড্রাইভার আলম। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার আর্শিবাদে তিনি রাজবাড়ী শহরে ২টি আলিশান বাড়ীর মালিক। ব্যক্তিগত যাতায়াতের জন্য ব্যবহার করেন জেলা অফিসের সরকারী মোটর সাইকেল ( যার রেজিঃ নং- ফরিদপুর এ-০২-০২৭১)।

এ জেলার প্রাণিসম্পদ বিভাগের কোন কার্যক্রম তাকে ছাড়া করার কথা কেউ ভাবতে পারেন না। প্রায়ই ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিভিন্ন নেতার নাম ব্যবহার করে প্রভাব খাটিয়ে লাভবান হন। তার দাপটের কাছে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রায় সকল স্টাফই অসহায়। স্টাফদের বদলির তদবীরও নাকি আলম ছাড়া হয় না। এমনকি সম্মান বাচাঁতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারাও নাকি আলমকে সমীহ করে চলেন।

আলম আর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিন্ডিকেটের কাছে জিম্মি পুরো জেলার প্রাণিসম্পদ বিভাগ। শুধু তাই নয় কোন অফিস ভিজিটে গেলে কর্মকর্তার পাশাপাশি আলমকেও খুশি করতে হয়। তার আঙ্গুলী হেলনেই নাকি জেলা কর্মকর্তা চলাচল করেন এমন উচ্চ বাক্য করেও অনেক সময় নিজের প্রভাব জাহির করেন। তাকে খুশি করতে না পারলেই তার বিরুদ্ধে চলে নানা ষড়যন্ত্র। এই সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে এখনি পদক্ষেপ চান প্রাণিসম্পদ দপ্তরের সংশ্লিষ্ট সকলে।

জেলা প্রাণিসম্পদ হতে সদস্য বদলীকৃত হুমায়ন কবির বলেন, আমাকে ষড়যন্ত্র করে বদলী করা হয়েছে। আমাকে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে প্রশাসনিক ভাবে হয়রানী করা হয়েছে। বিষয়টি আমি আপনাদের নিকট স্বীকার করায় আলম আমাকে ফোন করে বলে কাজ ঠিক হচ্ছে না।

এ বিষয়ে আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

(একে/এসপি/মার্চ ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test