E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ

২০২১ মার্চ ২৮ ১৯:০১:৪০
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের সদরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মজিবর রহমান ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে এই অনুদান তুলে দেন।

জানা গেছে, ২৫মার্চ বৃহস্পতিবার ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দরিদ্র কৃষকের বসত বাড়ি ও ৬জন কৃষকের পান বরজ পুড়ে যায়। এসব পরিবারগুলো বাড়িঘর ও পানের বরজ হারিয়ে দিশেহারা হয়ে পড়ে।

জেলা প্রশাসক ঘটনাটি জানতে পেরে নিজ কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের ডেকে এনে ১২টি পরিবারকে আর্থিক অনুদান ও ঢেউটিন এবং পানবরজ পুড়ে যাওয়া ৬ জন কৃষক পরিবারকে নগদ টাকা, চাল, ডালসহ শুকনা খাবার ও কম্বল দেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহিন ও হরিশংকরপুর ইউপি চেয়ারম্যান মাসুমসহ পিইআইও অফিসের কর্মকর্তাবৃন্দ।

(একে/এসপি/মার্চ ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test