E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে দুই স্টেডিয়াম উদ্বোধন

২০২১ মার্চ ২৮ ১৯:০৩:৫১
জামালপুরে দুই স্টেডিয়াম উদ্বোধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম ও মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়াম।

রবিবার (২৮ মার্চ) বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই দুই স্টেডিয়াম ও ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।

এ উপলক্ষে স্টেডিয়াম মাঠে উদ্বোধনী অনু্ষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা প্রশাসক মুর্শেদা জামান, পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদসহ উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম। স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়নের নির্ধারিত তারিখ ছিল ২০১৯ সালের ৩০ জুন। যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন, মেসার্স বিনিময় কনস্ট্রাকশন ও মেসার্স কিউ এইচ মাসুদ এন্ড কোম্পানি নির্ধারিত তারিখের দেড় বছর পর নির্মাণ কাজ সম্পন্ন করে ৭ ডিসেম্বর নব নির্মিত স্টেডিয়াম বুঝিয়ে দেয় জেলা ক্রীড়া সংস্থাকে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হলো বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম। একই সঙ্গে উদ্বোধন হয়েছে এই স্টেডিয়াম গ্রাউন্ডে অবস্থিত মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়ামও।

উদ্বোধনী খেলায় অংশ নেয় জামালপুর পৌরসভা বনাম মেলান্দহ পৌরসভা ফুটবল দল। এই ফুটবল টুর্ণামেন্টে খেলবে ১২ টি দল।

(আরআর/এসপি/মার্চ ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test