E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকূপার সাবেক পৌর মেয়র খলিলের ৭ বছরের জেল

২০২১ মার্চ ৩০ ১৪:৫১:২৬
শৈলকূপার সাবেক পৌর মেয়র খলিলের ৭ বছরের জেল

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা খলিলুর রহমানকে ৭ বছরের জেল দিয়েছেন যশোরের একটি আদালত।

সোমবার (২৯ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় তাকে এই দন্ড প্রদান করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক নাজমুস সায়াদাতৌ খবর নিশ্চিত করেন।

তথ্য নিয়ে জানা গেছে, খলিলুর রহমান শৈলকূপায় সরকারী হাটের জমি জাল দলিল করে সেখানে নিজ ছেলে রাহুলের নামে “রাহুল সুপার মার্কেট” করেন। বিষয়টি অনুসন্ধান করে সত্য প্রমানিত হলে দুদক একটি মামলা দায়ের করেন। সোমবার সাক্ষ্য প্রমানের ভিত্তিতে যশোরের একটি আদালত ৭ বছরের দন্ড প্রদান করেন।

(একে/এসপি/মার্চ ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test