E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোয়ালন্দ পৌর মেয়রকে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা 

২০২১ মার্চ ৩১ ১৩:৩৮:২৮
গোয়ালন্দ পৌর মেয়রকে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা 

এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালন্দ পৌরসভা মিলনায়তনে নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মন্ডলকে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জিএম সৈকত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের গোয়ালন্দ শাখার সভাপতি অপূর্ব সাহা দ্বিজেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক ইব্রাহীম সরদার । অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনার পর নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মন্ডলকে সংবর্ধণা প্রদান করেন মানবতার কল্যান ফাউন্ডেশনের কেন্দ্রিয় কমিটির আগত নেতৃবৃন্দসহ গোয়ালন্দ উপজেলা শাখার নেতৃবৃন্দ। সংবর্ধনা শেষে মানবতার কল্যান ফাউন্ডেশন এর বিভিন্ন কর্মকান্ড নিয়ে সচিত্র প্রতিবেদন তুলে ধরা হয়।

মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জিএম সৈকত বলেন, এ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অনেক দুঃস্থ্য অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর মাধ্যমে আর্থিকভাবে সার্বিক সহায়তা করে তাদের চিকিৎসার সুব্যবস্থা করেছি। তিনি গোয়ালন্দে একটি বৃদ্ধাশ্রম গড়ার মানুষিকতাও ব্যক্ত করেন। সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল গান, ডুয়েট নৃত্য, অভিনয় প্রভৃতি পর্ব। প্রথমেই গান পরিবেশন করেন মানবতার কল্যান ফাউন্ডেশনের চেয়ারমম্যান জিএম সৈকত। স্থানীয় বাদল বিশ্বাস ডুয়েট নৃত্যে অংশগ্রহন করেন।

এছাড়া জনপ্রিয় নাট্যাভিনেত্রী অপ্সরা সুহি ও অভিনেতা দ্বিপ এর সাথে ডুয়েট নৃত্যে অংশগ্রহন করেন। খল নায়ক চরিত্রে অভিনেতা ড্যানিরাজ তার অভিনয়ের ডায়লগ প্রদান করেন। অভিনেত্রী মুন ও ডোরা চৌধুরীর সাথে ডুয়েট নৃত্য পরিবেশন করেন। সঙ্গীত পরিবেশন করেন দেশের ইত্যাদির সেই হাতপাখার বাতাসে..জনপ্রিয় গানের কন্ঠ শিল্পী আকবর, স্থানীয় শিল্পীবৃন্দের মধ্যে গান পরিবেশন করেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত শিল্পী তৌকির আহমেদ, দোলনচাঁপা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হক মিলন, ফকীর পলাশ বাউল মনোমুগ্ধকর গান পরিবেশন করেন।

সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা আ.লীগের সহসভাপতি শহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, মামুন-অর রশিদ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন, কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ, ফজলুল হক, মোহন মিয়া, সুজন মোল্লা, শাহিদা পারভীন, গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সিদ্দিক মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, পৌর ছাত্রলীগ সভাপতি রাতুল আহম্মেদ সহ এলাকার সাংস্কৃতিক প্রিয় সুধীজন।

(এইচ/এসপি/মার্চ ৩১, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test