E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দৌলতদিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানকে গুলি

২০২১ এপ্রিল ০১ ১১:৫০:৪৪
দৌলতদিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানকে গুলি

এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : গতকাল ৩১ শে মার্চ বুধবার রাত ১০•২০ মিনিটের সময় রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান আব্দুর গনি মন্ডল মেম্বার তার নিজ বাড়ীর সামনে থেকে দুর্বৃত্তদের হাতে  গুলিবিদ্ধ হয়ে গুরুত্ব আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা -খুলনা মহাসড়ক দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ থেকে একটু এগিয়ে তার নিজ বাড়ীর বাস ঝরের সামনে এঘটনা ঘটে। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের গেটের পাশে দোকান থেকে চা খেয়ে বাড়ী ফেরার পথে মোটরসাইকেল যোগে সস্ত্রাসীরা আতর্কিত ভাবে তাকে উদ্দেশ্য করে গুলি করেটি পেটের এক পাশে বিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটে পরেন। স্হানীয়রা তার চিৎকারে এগিয়ে আসলে সস্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় স্হানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান এবং অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্হানান্তর করা হয়।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ নিতাই কুমার ঘোঘ জানান, পেটের বামপাশে একটি ক্ষত চিহ্ন রয়েছে।আর কোথাও কোনো ক্ষত চিহ্ন নেই। পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে। পেটের মধ্যে গুলি এখনো রয়েছে কিনা সেটি সঠিক বলা যাচ্ছে না। এক্সরে করলে হয়তো নিশ্চিত হওয়া যাবে।আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রচুর রক্তক্ষরন হওয়ায় ও ভিতরে কোনো গুলি রয়েছে কিনা সেজন্য উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, বুধবার রাত দশটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে একটি চায়ের দোকানে চা খেয়ে নীজ বাড়ি ফিরছিলেন আব্দুল গনি মন্ডল। এ সময় সেখান থেকে একটু সামনে এগুতেই একটি মোটর সাইকেলে চরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে।আসামিকে সনাক্ত করার জন্য পুলিশ তৎপর রয়েছে

(এইচ/এসপি/এপ্রিল ০১, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test