E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অসামাজিক কার্যকলাপের সময় ১৭ তরুণ-তরুণী আটক

২০১৪ আগস্ট ২৭ ২০:৫২:৫৫
অসামাজিক কার্যকলাপের সময় ১৭ তরুণ-তরুণী আটক

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের খুলশী থানার ফয়’স লেক এলাকায় অসামাজিক কার্যকালাপের অভিযোগে কয়েকটি মিনি চাইনিজ রেস্টুরেন্ট থেকে ১৭ তরুণ-তরুণীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই অভিযানে কোহিনুর কমেন্ড অ্যান্ড মামুন কোম্পানিকে (কোহিনুর স্পেশাল ঘি) ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কারখানাটি থেকে প্রায় ৩শ’ কেজি ঘি জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান জানান, ফয়’স লেকের নূরিয়া মাদ্রাসা সড়ক এলাকায় কোহিনুর স্পেশাল ঘি নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ঘি সংরক্ষণ করে আসছিল। অভিযানে এর প্রমাণ মেলায় ৫০ হাজার টাকা জরিমানা ও একইসঙ্গে কারখানাটির ৩শ’ কেজি ঘি জব্দ করে নমুনা পরীক্ষার জন্য বিএসটিআইকে নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া অভিযানে ফয়‘স লেক এলাকার কয়েকটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে অসামাজিক ও আপত্তিকর অবস্থায় ১৭ তরুণ-তরুণীকে হাতেনাতে আটক করা হয়। এর মধ্যে ৮ তরুণ এবং ৯ জন তরুণী। আটকদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানার পাশাপাশি মুচলেকা নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়।

(ওএস/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test