E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন

২০২১ এপ্রিল ০২ ১৭:১৮:১৫
কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলার জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসন মাঠে নিরলস ভাবে কাজ করছেন। 

শুক্রবার সকালে শহরের সাবেক পূর্ব্বাশা সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে মূল বাজারস্থ কাপড়পট্টি এলাকা পর্যন্ত করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে জনসচেতনতামূলক বার্তা পৌছে দেন।

এসময় বিভিন্ন যানবাহনের যাত্রী, টিকেট কাউন্টারের লোকজন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারী এবং পথচারীদের মাঝে মাক্স, লিফলেট বিতরণসহ গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক ম্যাসেস সম্বলিত স্টিকার সাঁটিয়ে দেয়া হয়।

পথসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা ও এনডিসি হাসিবুল হাসান। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচারণাকালে বলা হয়, মহামারী কোভিড১৯ থেকে বাঁচতে হলে সবাইকে সরকারের নির্দেশনামূলক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিবহনে ও রাস্তাঘাটে জনসমাগম এড়িয়ে চলতে হবে। মাক্স ব্যতিত পথে নামা, সব ধরণের লেনদেন বন্ধ রাখতে হবে। স্বাস্থ্যবিধি মানা না হলে পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে প্রচারণাকালে জানানো হয়।

(পিএস/এসপি/এপ্রিল ০২, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test