E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

ফেনীতে দুই সপ্তাহের জন্য জনসমাগমে নিষেধাজ্ঞা জারি

২০২১ এপ্রিল ০২ ১৮:২৭:২০
ফেনীতে দুই সপ্তাহের জন্য জনসমাগমে নিষেধাজ্ঞা জারি

নূরুল আমিন খোকন, ফেনী : কোভিড- ১৯ ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দেশব্যাপী মহামারী করোনা ভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে।

ফেনীতে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির হার ঠেকাতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত জেলার সর্বত্র সব ধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে ফেনী জেলা প্রশাসন ।

গত ১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ।

এতে জানানো হয়, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ, সকল কমিউনিটি/ কনভেনশন সেন্টারে বিয়ে ও যে কোন সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে ।

এছাড়া সকল বিনোদন কেন্দ্র, পর্যটন স্পট, সিনেমা হল, থিয়েটার হল, মেলা ইত্যাদির আয়োজন ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ।

বিজ্ঞপ্তিতে ফেনীর জনসাধারণ এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়। একই সাথে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৯ মার্চ ১৮ দফা নির্দেশনাও প্রতিপালনের জন্য বলা হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানান, কোভিড- ১৯ ভাইরাসের সংক্রমণের প্রাদুর্ভাব দ্রুতগতিতে বৃদ্ধির ফলে গত ৩১ মার্চ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি সভা করেন, সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

(এনকে/এসপি/এপ্রিল ০২, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test