E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিয়াকৈরে তিন শিবির কর্মী আটক

২০২১ এপ্রিল ০৩ ১৭:১২:২০
কালিয়াকৈরে তিন শিবির কর্মী আটক

ইন্দ্রজিৎ কুমার সাহা, কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা কাঁঠালতলা সাহেব পাড়া এলাকায় শুক্রবার সন্ধায় তিন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এ-সময় তাদের কাছে থাকা লিফলেট, জামায়াতের বই,সদস্য রশিদ বই সহ তাদের সাথে থাকা চারটি ফোন জব্দ করা হয়েছে।

আটককৃত তিন ব্যক্তি নিজেদের জামায়াত ইসলামের শিবির কর্মী বলে দাবী করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় গত ২৬ শে মার্চ হেফাজতে ইসলামের নাশকতা বিশৃঙ্খলা ঘটনার পর কয়েকদিন যাবত এলাকায় অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেশী পরিমানে বেড়েছে বলে জানান। তারা বিভিন্ন রাস্তা মহল্যায় শিবির কর্মী পরিচয়ের সাধারণ মানুষদের কাছে জামায়াতের বই ও লিফলেট বিতরণ করছে।এমন অবস্থায় উপজেলার পূর্ব চান্দরা কাঁঠালতলা সাহেব পাড়া এলকায় শুক্রবার সন্ধায় তিন শিবির কর্মী লিফলেট ও বই বিতরণ কালে এলাকাবাসীরা তাদের হাতে নাতে আটক করে। মৌখিক জবানবন্দিতে তারা এ ঘটনার সত্যতা শিকার করে।এবং তারা বলেন আমরা ইসলাম প্রচারে দাওয়াত দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে লিফলেট, বই, এবং সদস্য বাড়ানোর জন্য সদস্য রশিদে নাম ও ফোন নাম্বার নিচ্ছি।

এ ঘটনায় পৌর মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলেয়া বেগম জানান গত কয়েকদিন ধরেই এলাকায় শিবিরের কর্মীরা লোকজনের কাছে বই লিফলেট ও সদস্য রশিদ বিতরণ করছে এমন সংবাদের ভিক্তিতে শুক্রবার সন্ধায় আমার কাছে খবর আসে পরে আমি ঘটনা স্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় তাদের কে জিজ্ঞাসা বাদে তারা তাদের কে শিবির কর্মী বলে জানান পরে পুলিশে খবর দিয়ে শিবির কর্মীদের পুলিশের কাছে হস্তান্তর করি।

এ ঘটনায় কালিয়াকৈর থানার এস আই ভজন চন্দ্র জানান খবর পেয়ে ঘটনা স্থল থেকে শিবির কর্মী সন্ধেহে তিন ব্যক্তি আটক করে থানায় নিয়ে আসি তাদের প্রাথমিক জিজ্ঞাসা বাদ চলছে। তাদের কাছে থাকা লিফলেট, জামায়াতের বই ও সদস্য রশিদ এবংতাদের সাথে চারটি ফোন জব্দ করা হয়েছে।

(আই/এসপি/এপ্রিল ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test