E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টমটম চালককে পেটালেন বিনা ভোটের ইউপি চেয়ারম্যান!

২০২১ এপ্রিল ০৩ ১৮:২৭:৩৬
টমটম চালককে পেটালেন বিনা ভোটের ইউপি চেয়ারম্যান!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলা উপজেলায় বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান হওয়াকে কেন্দ্র করে টমটম চালককে মারধর করার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। 

এ ঘটনায় উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ওই চেয়ারম্যান প্রার্থী একরাম ইজারাদারের বিরুদ্ধে থানায় অভিযোগও টমটম চালক নজরুল শেখ মামলা দায়েরের জন্য শনিবার থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে শুক্রবার রাতে স্থানীয় চটেরহাট বাজারে বিনা ভেটের ইউপি চেয়ারম্যান একরাম ইজারাদার বেধড়ক মারপিট করে টমটম চালক নজরুল শেখকে।
এদিকে বিনা ভেটের ইউপি চেয়ারম্যানের হাতে টমটম চালক প্রহৃত হবার ঘটনায় বিচারের দাবিতে শনিবার বাঁশতলা বাজারে বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয়রা। এ সময় তারা একরামের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনেও দাবী জানান স্থানীয়রা।

টমটম চালক নজরুল শেখের থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বাঁশতলা বাজারে এক চায়ের দোকানে বসে টমটম চালক নজরুল অন্যদের সাথে স্থগিত হওয়া ইউপি নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন। ‘এখনও তো চেয়ারম্যানের গেজেট হয়নি, নির্বাচনও স্থগিত রয়েছে। নির্বাচন কমিশন আবারও কি চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেয়ার সুযোগ দেবে ? সুযোগ দিলে সুন্দরবন ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান হওয়া একরাম ইজারাদারের কি হবে ?’ এসব বিষয় নিয়ে আলোচনা জমে ওঠে। তবে বিনা ভোটের চেয়ারম্যান সম্পর্কে কেন চায়ের দোকানে বসে এ সব আলোচনা ? তা মেনে নিতে পারেনি বিনা ভোটের চেয়ারম্যান একরাম ইজারাদার। তাই ওই টমটম চালক নজরুলকে খবর দিয়ে ওই দিন রাতে চটেরহাট বাজারে ডেকে নিয়ে তিনি বেধড়ক মারপিট করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে সংবাদকর্মীরা বিনা ভেটের ইউপি চেয়ারম্যান একরাম ইজারাদারকে মোবাইল করলেও তিন ফোন রিসিভ করেননি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, একরাম ইজারাদারের বিরুদ্ধে টমটম চালক নজরুল শেখ তাকে মারপিট করার একটি অভিযোগ দিয়েছে, তদন্ত করে এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

(এসএকে/এসপি/এপ্রিল ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test