E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিকদের নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস, ২৭ দিনেও গ্রেপ্তার হয়নি ইয়ারব

২০২১ এপ্রিল ০৪ ১৭:০৪:১৩
সাংবাদিকদের নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস, ২৭ দিনেও গ্রেপ্তার হয়নি ইয়ারব

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচনে পরাজিত হওয়ায় ক্ষোভে নির্বাচিত সভাপতিসহ সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় ঘটনায় দায়েরকৃত ডিজিটাল আইনে মামলার আসামি অন লাইন পত্রিকা দৈনিক সমাজের আলোর সাংবাদিক ইয়ারব হোসেনকে ২৭ দিনেও গ্রেপ্তার করেনি পুলিশ। প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলার বাদি  বাংলাভিশন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান।

সাংবাদিক আসাদুজ্জামান বলেন, গত ৬ মার্চ সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বিন্দ্বতা করে হেরে যান তুজুলপুর গ্রামের মৃত. ইছহাক মোড়লের ছেলে ও অনলাইন পোর্টাল এর সাংবাদিক ইয়ারব হোসেন। এতে ক্ষুব্ধ হয়ে ইয়ারব সাতক্ষীরা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মমতাজ আহমেদ বাপী ও তাকেসহ সাংবাদিকদের বিরুদ্ধে নিজস্ব ফেইজবুক “আইডি ইয়ারব” হোসাইন ব্যবহার করে ৬/৭ টি মানহানিকর স্ট্যাটাস প্রদান করে এবং উক্ত স্ট্যাটাসের মধ্যে পরোক্ষ ভাবে চাঁদা দাবি করেন। তার স্ট্যাটাস গুলোর মধ্যে “সভাপতি বাপীকে চেয়ারে বসতে দেবে না, আমি একা বের করবো” “বিজয়ী সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতিসহ ৬ জনকে দ্রুত পদত্যাগ করার অনুরোধ করছি, না হলে বড় ধরনের সমস্যায় পড়তে হবে। আমি আমার প্যানেলে সকলকে ভোট দিয়েছি। প্রমান দেব। কিন্তু একসাথে থেকে সভাপতির ভাই আসাদ, আরো তিনজন তারা ভোট দিল না। আছাদ রেডি থাকেন ব্যবস্থা হবে। বড় চাঁদাবাজ।

“সভাপতি বাপীর ভাই আমাকে ভোট দেয়নি। সভাপতিকে কৈফিয়ত দিতে হবে। সভাপতির চেয়ারে বসতে দেব না। এ ঘটনায় তিনি বাদি হয়ে ইয়ারব হোসেনের নাম উল্লেখ করে ৯ মার্চ থানায় আইসিটি আইনে মামলা(২৬নং) দায়ের করেন। দুর্ভাগ্য হলেও সত্যি পুলিশকে ম্যানেজ করে ফেলেছে এমন ঘোষণা দিয়ে ইয়ারব সাতক্ষীরা শহর, থানার পাশে, ঝাউডাঙা বাজার, তুজুলপুর কৃষি ক্লাবসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। মামলার তদন্তকারি কর্মকর্তাকে বার বার বলার পরও তিনি কেন ইয়ারবকে গ্রেপ্তার করছেন না তা তার বোধগম্য নয়।

মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান রোববার বিকেল পৌনে ৫টার দিকে এ প্রতিবেদককে জানান, মামলাটির তদন্ত চলছে। তবে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ইয়ারবকে গ্রেপ্তারের উদ্যোগ নেবেন তিনি।

(আরকে/এসপি/এপ্রিল ০৪, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test