E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে এআরএ জুটমিলসের বকেয়া পরিশোধ

২০২১ এপ্রিল ০৫ ১৪:০৩:৩২
জামালপুরে এআরএ জুটমিলসের বকেয়া পরিশোধ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীর এআরএ জুট মিলসের পাট ব্যবসায়ী, শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পরিশোধ করেছে কর্তৃপক্ষ।

জামালপুর শহরের তমালতলায় গ্র্যান্ড সাফি হোটেলের কনফারেন্স রুমে রবিবার (৪ এপ্রিল) দিনব্যাপী চেক ও নগদে মোট প্রায় আড়াই কোটি টাকা পরিশোধ করা হয়।

এআরএ জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান শামসুল আরেফীন সাদী ৩৮ জন পাট ব্যবসায়ীকে ১ কোটি ১৬ লাখ টাকার চেক, ১২৩ জন পাট শ্রমিককে নগদ ১ কোটি ১৭ লাখ ও ৫৩ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে ১৩ লাখ ৯৭ হাজার টাকা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌরসভা চেয়ারম্যান মির্জা গোলাম কিবরিয়া কবীর, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, মাদরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল ইসলাম, আর্টিসান ডেভলপারের চেয়ারম্যান আনিসুর রহমান ও ম্যানেজিং ডিরেক্টর আজিজুল হক প্রমুখ।

পাট ব্যবসায়ী, শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিনের বকেয়ার টাকা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

(আরআর/এসপি/এপ্রিল ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test