E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে এসএসসির ফরম পূরণে বেতন দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভ

২০২১ এপ্রিল ০৬ ১৬:৩৭:৩৩
জামালপুরে এসএসসির ফরম পূরণে বেতন দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সঙ্গে বেতন দাবি করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বেসরকারি হাসিল স্কুল অ্যাড কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ স্কুলছাত্র কার্যনিবার্হী সংসদের হাসিল উচ্চবিদ্যালয় শাখার আয়োজনে জামালপুর-সরিষবাড়ী সড়কের হাসিল বটতলা এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ওই সড়কে যানবাহন আটকা পড়ে।

এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, মেষ্টা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্র সংসদের আহ্বায়ক শফিকুল ইসলাম, শিক্ষার্থী জয়া সরকার, রাইসুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, করোনার আগে ২০২০ সালের জানুয়ারি মাসে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৬ মাসের অগ্রিম বেতন হিসেবে ৮ হাজার টাকা নিয়েছেন। তারপর করোনার কারণে বিদ্যালয়ে ক্লাস বন্ধ হয়ে যায়। অনলাইনেও ক্লাস চলেনি। এবার এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বিদ্যালয় কর্তৃপক্ষ বেতনের জন্যে আবারও ৮ হাজার টাকা দাবি করেন।

বিদ্যালয়টি একটি গ্রামাঞ্চলের মধ্যে অবস্থিত। এই বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীর পরিবার কৃষিকাজ করে চলেন। তাদের পক্ষে এই সময় এতো টাকা দেওয়া সম্ভব নয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও তারা বেতন ছাড়া ফরম পূরণ করতে দেবে না। ফলে বাধ্য হয়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। বেতন ছাড়া ফরম পূরণ করতে না দিলে সকল শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বক্তারা।

(আরআর/এসপি/এপ্রিল ০৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test