E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুর বালিকা বিদ্যালয়ে হঠাৎ ১০ ছাত্রী অসুস্থের ঘটনায় তোলপাড়

২০১৪ আগস্ট ২৮ ১৫:২৬:৪৭
রায়পুর বালিকা বিদ্যালয়ে হঠাৎ ১০ ছাত্রী অসুস্থের ঘটনায় তোলপাড়

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর পাইল্ট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ ছাত্রী হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে রায়পুর ও লক্ষ্মীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার ও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত।

এদিকে প্রশাসনের নির্দেশে পরিস্থিতি শান্ত রাখার জন্য ও অপ্রিতিকর ঘটনা এড়াতে ওই বিদ্যালয় কর্তৃপক্ষকে একদিনের ছুটি ঘোষণা করে এবং এধরনের ঘটনা অন্য বিদ্যালয়ে হয়েছে কি না তা তদন্ত করার জন্য দুই জন করে সরকারী কর্মকর্তা দিয়ে একটি টিম ঘটন করে ২৮টি বিদ্যালয় পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন ইউএনও।

পাইল্ট বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধ ও বৃহস্পতিবার সকালে বাড়ী থেকে খালী পেটে বাজারে এসে কোচিং শেষ করে বিদ্যালয়ের গেটের সামনে পৌছে। বিদ্যালয়ের ভিতরে প্রবেশের আগেই দশম শ্রেনীর ছাত্রী ইশা, শান্তা, সম্পা, ৯ম শ্রেনীর ছাত্রী পিংকি, ৮ম শ্রেনীর ছাত্রী শান্তা আক্তার, ৭ম শ্রেনীর ছাত্রী খাদিজাসহ ১০ জন হঠাৎ জ্ঞান হারিয়ে মাঠিতে লুঠে পড়ে। এসময় অন্য ছাত্রীরা অসুস্থ ছাত্রীদের মধ্যে ৬ জনকে উদ্ধার করে রায়পুর ও লক্ষ্মীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে ছাত্রীদের অসুস্থ হওয়ার ঘটনায় প্রায় বিদ্যালয় তোলপাড় শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনঞ্জুরুল কাদের বলেন, অসুস্থ ছাত্রীরা সকালে বাড়ী থেকে কিছু না খেয়ে এসে কোচিং সেন্টারে থেকে বিদ্যালয় প্রবেশ করার সময় গেটের সামনে জ্ঞান হারিয়ে ফেলে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তফা খালেদ বলেন, হঠাৎ করে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়তে দেখে অন্যরাও অসুস্থ হয়ে পড়ে। এটি একটি মাস সাইকোজেনিক ইলনেস বা গণমানসিক ভয়ভীতিজনিত রোগ বলে ধারণা করা হয়। এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম বলেন, বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের অসুস্থ হওয়ার খবর পেয়েই খোজ নেওয়া হয়েছে। অন্য বিদ্যালয়ে এধরনের ঘটনা হয়েছে কি না তা তদন্ত করার জন্য দুই জন করে সরকারী কর্মকর্তা দিয়ে একটি টিম ঘটন করা হয়েছে।

রায়পুর থানার ওসি মনঞ্জুরুল হক আকন্দ বলেন, ছাত্রীদের অসুস্থের খবর পেয়ে ওই বিদ্যালয় পুলিশ পাঠানো হয়েছে। অন্য কোন কারণে এটি হয়ে থাকলে অভিভাবক অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(এমআরএস/এএস/আগস্ট ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test