E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদকে সয়লাব দৌলতদিয়া

২০২১ এপ্রিল ০৭ ১৬:৪০:৪৩
মাদকে সয়লাব দৌলতদিয়া

এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাটের দৌলতদিয়া পতিতা পল্লীসহ চারপাশ এখন মাদক ব্যবসায় সয়লাব। গাঁজা, ইয়াবা-হেরোইনসহ এমন কোন মাদক নেই যা দৌলতদিয়ায় পাওয়া যায় না, দৌলতদিয়ার পতিতা পল্লীসহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে প্রভাবশালী মাদক ব্যবসায়ীরা কন্ট্রোল করছে এই মাদক ব্যবসা।

বড় বড় মাদক ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, মাঝে মাঝে আফগারি সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা আইনী ব্যবস্থা গ্রহণ করলেও ধরা পড়েছেনা বড় বড় ব্যবসায়ী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স ঘোষণা করলেও রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাট সহ দৌলতদিয়া পতিতা পল্লীতে এটা কতটুকু প্রয়োগ হচ্ছে তা এখন প্রশ্নবিদ্ধ।

দৌলতদিয়ারগাঁজা সম্রাজ্ঞী নামে পরিচিত পতিতলার গাজা ব্যবসায়ী মুন্নি ফরিদ, স্থানীয় প্রশাসনের তোয়াক্কা না করে হরহামেশাই ঘরে বসে বিক্রি করে যাচ্ছেন প্রতিদিন কয়েক কেজি গাঁজা। এ ব্যাপারে মুন্নির সাথে কথা হলে উনি বলেন আমার বিরুদ্ধে নিউজ করে লাভ নেই আমি গাঁজা বিক্রি করবই। পরোয়া করিনা জেল-জুলুম মামলার।

আরেক গাঁজা ব্যবসায়ী নয়ন, পিতা শামচু শেখ, ৫ নম্বর ওয়ার্ড দৌলতদিয়ায় সামসু মাস্টার পাড়ায় বসবাস, হরহামেশাই বিক্রি করে যাচ্ছেন গাজা। মুঠোফোনে তার সাথে কথা হলে তিনি বলেন আমি সকলকে ম্যানেজ করেই গাজা বিক্রি করছি।

অন্য আরেকজন মাদক ব্যবসায়ী মোতালেব, দৌলতদিয়া ৫ নম্বর ওয়ার্ড সামচু মাস্টার পাড়া ওনার বসবাস। বিগত সময়ে মাদক ব্যবসা করে কামিয়েছেন কোটি টাকারও বেশি। এখন তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দূর থেকে করে যাচ্ছেন মাদক ব্যবসা। স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায়, এক সময়ে জিরো থেকে হিরো এই মাদক ব্যবসায়ী মোতালেব তিনি এবং তার ছেলে নাজমুলের প্রভাব এখন সর্বত্রই।

আরেক ইয়াবা সম্রাট শহীদ আম্বিয়া ১০-১২ টা মামলা মাথায় নিয়ে হরহামেশাই বিক্রি করে যাচ্ছেন ইয়াবা। মাদক বিক্রির অপরাধে বারবার গ্রেপ্তার হলেও মাদক ব্যবসা থামাবেন না তিনি।

মোহাম্মদ নাসির পিতা শাহজাহান, মাতা: পাতা বেগম, ভাই কামরুল, ৫ নম্বর ওয়ার্ড দৌলতদিয়া সামসু মাস্টারপাড়ায় বসবাস, সপরিবারে বিক্রি করে যাচ্ছেন ইয়াবা, এ ব্যাপারে নাসিরের সাথে মুঠোফোনে কথা হলে নাসির বলেন, আগে আমরা বেশি ইয়াবা বিক্রি করতাম। এখন অল্প অল্প ইয়াবা বিক্রি করি। ইয়াবা ব্যবসায়ী রাজিব পিতা মৃত নুরু শেখ বসবাস কেনেল ঘাট ৬ নম্বর ওয়ার্ড হরহামেশাই বিক্রি করে যাচ্ছেন ইয়াবা।

আরেক ইয়াবা ব্যবসায়ী আলম পিতা মৃত মস্তফা সামসু মাস্টার পাড়া ৫ নং ওয়ার্ড দৌলতদিয়া হরহামেশাই বিক্রি করে যাচ্ছেন ইয়াবা। এক সময়ের ইয়াবা সম্রাট দৌলতদিয়া পতিতালর আয়ুব কাকুলি এখন দৌলতদিয়ায় পাইকারি ইয়াবা ব্যবসায়ী হিসেবে এখন পরিচিত। বারবার উনার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি।
অদৃশ্য শক্তির বলে চলছে দৌলতদিয়ায় মাদক বিক্রির মহোৎসব, প্রশ্ন হচ্ছে মাদক বিক্রয়ের মোটা অংকের টাকার ভাগীদার কে কে হচ্ছেন? কার কার পকেটে যাচ্ছে প্রতিমাসে মোটা অঙ্কের মাসিক চাঁদা? যে কারণে বন্ধ হচ্ছেনা দৌলতদিয়া গোয়ালন্দতে মাদক বিক্রয়।

এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা ধনঞ্জয় মন্ডলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি সর্বদাই সদা সচেষ্ট মাদক ব্যবসায়ীদের কে গ্রেফতার করার জন্য, যখনই সুযোগ পাচ্ছি মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম জানান গোয়ালন্দ ও দৌলতদিয়া মাদক কারবার সর্বদাই হচ্ছে। আমরা বারবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মাদক সেবনকারী ও বিক্রয় কারীকে জেল-জরিমানা করছি। আমাদের এই অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েরির জানান, আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কে আমরা বারবারই গ্রেফতার করে জেলহাজতে পাঠাচ্ছি, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

(এইচ/এসপি/এপ্রিল ০৭, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test