E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলার হুশিয়ারী

২০২১ এপ্রিল ০৮ ১৫:৩০:৩৫
ঠাকুরগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলার হুশিয়ারী

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : “স্বাস্থ্যবিধি মানবো, দোকানপাট খুলবো” এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুব শিঘ্রই সরকারী কোন নির্দেশনা না আসলে মানববন্ধনে বক্তারা আগামী শনিবার থেকে জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলার হুশিয়ারী দেন। 

জেলার সকল ব্যবসায়ীদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে শহরের চৌরাস্তায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

ঠাকুরগাঁও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি হাবিবুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী কল্যান সোসাইটির সভাপতি ফরিদুল ইসলাম, সাধারন সম্পাক মামুনুর রশিদ, সহ সভাপতি আব্দুস সালাম, বিসিক শিল্প ও মালিক সমিতির সাধারন সম্পাদক খলিলুর রহমান, হোটেল ও রেস্তোরা মালিক সমিতির সভাপতি অতুল রায়, জেলার চেম্বার অব কমার্সের পরিচালক এস এম শাওন চৌধুরী, জামাল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গত বছর লকডাউনের সময় সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের প্রণোদনা দেবার কথা থাকলেও সঠিকভাবে সকলে সে প্রণোদনা পাননি। সামনে ঈদ আসছে। এ সময়টার দিকে আমরা ব্যবসায়ীরা সারা বছর তাকিয়ে থাকি। সরকার এখনো কোন প্রণোদনার ঘোষণা দেয়নি। এ অবস্থায় লকডাউনে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে বড় ব্যবসায়ীরাতো ক্ষতিগ্রস্থ হবেই, মাঝারি ও ছোট ব্যবসায়ীরা পথে বসে যাবে। তাই আগামী শনিবার থেকে আমরা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে বাধ্য হবো।

(আই/এসপি/এপ্রিল ০৮, ২০২১)

পাঠকের মতামত:

০৭ মে ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test