E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রফিকুল ইসলাম মাদানীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ

২০২১ এপ্রিল ০৮ ১৭:০৪:২৬
রফিকুল ইসলাম মাদানীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর : উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের হাতে আটক শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে বৃহস্পতিবার সকালে গাজীপুর আদালতে তোলা হলে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গেল বুধবার (০৭ এপ্রিল) দুপুরে তাকে নেত্রকোনার নিজ বাড়ী থেকে আটক করে র‌্যাব।

এর আগে ২৫শে মার্চ ঢাকার বায়তুল মোকাররমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরুদ্ধে চলা বিক্ষোভের সময় পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জানান, আটকের পর গেল বুধবার রাত আড়াইটার দিকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানিকে জিএমপির গাছা থানায় হস্তান্তর করে র‌্যাব-১। র‌্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে। এ মামলা জিএমপির গাছা থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট মোঃ শরিফুল ইসলাম তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ।

(এস/এসপি/এপ্রিল ০৮, ২০২১)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test