E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে করোনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

২০২১ এপ্রিল ০৮ ১৮:২৪:১৩
বাগেরহাটে করোনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রামপালের বারুইপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোশারারফ হোসেনের (৩৪) মৃত্যু হয়েছে। সকালে বাগেরহাট সদর হাসপাতলে করোনা ইউনিটে চিকিৎসাধীন মারা যাওয়া এই শিক্ষকের বাড়ী রামপালের প্রসাদনগর গ্রামে। তাকে করোনা স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এনিয়ে জেলায় জনপ্রতিনিধি, চিকিৎসক, আইনজীবী, সরকারি কর্মচারি, সাংষ্কৃতিক কর্মী, শিক্ষকসহ মোট ২৯ জন করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হল।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ৫ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে করোনার হটস্পট বাগেরহাট পৌর এলাকার ৪ জন ও রামপাল উপজেলায় একজন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তে সংখ্যা দাড়ালো ১ হাজার ১৪৩ জনে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৬৮ জন সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর চিকিৎসা শেষে করোনামুক্ত হয়ে বাড়ী ফিরোছেন ১ হাজার ১৪৩ জনে। ১ হাজার ৫২ জন।

বাগেরহাটের সিভিল সার্জন আরো জানান, জেলায় করোনা ভাইরাস সংক্রামনে দ্বিতীয় ডোজের জন্য ৩৬ হাজার ডোজ করোনার টিকা পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল থেকে বাগেরহাট জেলার ১১টি কেন্দ্র থেকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হয়েছে।

(এসএকে/এসপি/এপ্রিল ০৮, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test