E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে স্বাস্থ্য কর্মকর্তাসহ ৮৪ জন করোনা আক্রান্ত

২০২১ এপ্রিল ১০ ১৫:০৬:৫৪
নোয়াখালীতে স্বাস্থ্য কর্মকর্তাসহ ৮৪ জন করোনা আক্রান্ত

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান’সহ নোয়াখালীতে নতুন করে ৮৪ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার ১৩ দশমিক ৫০শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬হাজার ৫৭৮জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ৫হাজার ৫২৫জন।জেলাটিতে করোনায় মৃত্যু হয়েছে ৯৩জনের। 

শনিবার (১০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

এদিকে গত ৭ এপ্রিল বুধবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১২০শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন সদর উপজেলা বাসিন্দা হাফেজ ছায়েদ আহমদ (৮০) নামের এক ব্যক্তি। তিন দিন চিকিৎসা নেওয়ার পর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে মারা যান তিনি। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩৫জন রোগী।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমানের শরীরে করোনা শনাক্তের পর থেকে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।

এছাড়াও নতুন করে জেলার সদরে ২০, বেগমগঞ্জে ২৭, সুবর্ণচরে ৪, সোনাইমুড়ীতে ৯, চাটখিলে ৪, সেনবাগে ৬, কোম্পানীগঞ্জে ৫ ও কবিরহাটে ৮জন রোগী রয়েছেন। আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৬০জন।

(এস/এসপি/এপ্রিল ১০, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test