E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বোয়ালমারীতে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ 

২০২১ এপ্রিল ১১ ১৭:২৫:২৬
বোয়ালমারীতে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ 

বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থাপনা প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইসলামিক ডেপেলপমেন্ট ব্যাংক (এডিবি)'র অর্থায়নে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় বোয়ালমারী পৌরসভায় ৮ কোটি ১৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় রয়েছে ২৩.৩৬ কিলোমিটার পানি সরবরাহ পাইপ স্থাপন, ১৯টি ডাস্টবিন, ৫টি পাবলিক টয়লেট, ১০টি কমিউনিটি টয়লেট, ১০টি সড়ক পানি সাপ্লাইকল, ১টি বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ কাজ। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটির তদারকির দায়িত্বে রয়েছে। আগামী ১ বছরের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।

বোয়ালমারী পৌরসভায় এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে গোপালগঞ্জের মনির ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন। এই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাইপের নিচে-ওপরে নির্দিষ্ট পরিমাণে বালু না দেয়া, গভীরতা-প্রশস্ততা কমসহ নানান অভিযোগ উঠেছে। পাইপের নিচে এবং উপরে ৬ ইঞ্চি করে বালু দেয়ার কথা থাকলেও সরেজমিনে গিয়ে দেখা যায় ওই ঠিকাদারী প্রতিষ্ঠান এক ইঞ্চি করেও বালু দিচ্ছে না। আর গর্তের গভীরতা এবং প্রশস্ততাও নির্দিষ্ট পরিমাপের চেয়ে অনেক কম।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক প্রকৌশলী বলেন,'পাইপের নিচে এবং উপরে সঠিক পরিমাণে বালু দেয়া না হলে পাইপ দেবে অথবা ভেঙে যেতে পারে।'

বাস্তবায়নের দায়িত্বে থাকা গোপালগঞ্জের মনির ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার মো. আজাদ বলেন,'পাইপটাকে নিচে প্লেইন (সমতল) করার জন্য বালু দেয়া হয়। কোথাও যাতে উঁচু-নিচু না থাকে। কোথাও এক ইঞ্চি বালু লাগতে পারে আবার কোথাও ৮ ইঞ্চি লাগতে পারে। আমরা অবস্থা বুঝে এই কাজগুলো করি। ১ ইঞ্চি কিংবা ৫ ইঞ্চি বালুতে খুব বেশি ডিফারেন্স (পার্থক্য) হয় না।'

পাইপের নিচে এবং উপরে যৎসামান্য বালু দেয়ার অভিযোগের ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে ফোন দেয়া হলে তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করেননা।

উল্লেখ্য, গত ৮ মার্চ পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের কামারগ্রাম চালিনগর মোড়ে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন নব নির্বাচিত পৌর মেয়র সেলিম রেজা লিপন।

(কেএফ/এসপি/এপ্রিল ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test