E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে ৪৬ জন করোনা আক্রান্ত, একজনের মৃত্যু      

২০২১ এপ্রিল ১১ ১৮:৩৮:১৬
রাজবাড়ীতে ৪৬ জন করোনা আক্রান্ত, একজনের মৃত্যু      

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলাতে নতুন করে গত ২৪ ঘন্টায় ৪৬জনের করোনা সনাক্ত হয়েছে। রাজবাড়ী সদরে করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন রবিবার বলেন, গত ২৪ ঘন্টায় মোট পজিটিভ শনাক্ত ৪৬ জন ও মারা গেছে রাজবাড়ী সদরে একজন। ১১ এপ্রিল ৩টি নমুনা পাঠানো হয়। পজিটিভ ৩ জন (রাজবাড়ী সদর ২ জন, বালিয়াকান্দি ১ জন)।

গত ৬ ও ৭ এপ্রিল ১১৪টি নমুনা পাঠানো হয়। এরমধ্যে পজিটিভ ৪৩ জন। রাজবাড়ী সদর উপজেলা ২৬জন (প্রেরিত নমুনা ৬৭ টি), পাংশা উপজেলা ১১ জন (প্রেরিত নমুনা ৩০ টি), গোয়ালন্দ উপজেলা ৫ জন (প্রেরিত নমুনা ১১ টি), বালিয়াকান্দি উপজেলা ১জন (প্রেরিত নমুনা ৬ টি)।

মোট পজিটিভ রোগী শনাক্ত ৩৭৮৫ জন। রাজবাড়ী সদর উপজেলা ২০৬৬ জন, পাংশা উপজেলা ৮৪০ জন, কালুখালী উপজেলা ২৪১ জন, বালিয়াকান্দি উপজেলা ৩৩২ জন, গোয়ালন্দ উপজেলা ৩০৬ জন । সুস্থ্য ৩৫২৯ জন, রাজবাড়ী সদর উপজেলা ১৯১৬ জন, পাংশা উপজেলা ৭৬৯ জন, কালুখালী উপজেলা ২৩৭ জন, বালিয়াকান্দি উপজেলা ৩২৭ জন, গোয়ালন্দ উপজেলা ২৮০ জন। মৃত্যু ৩৪জন, রাজবাড়ী সদর উপজেলা ১৮ জন, পাংশা উপজেলা ৯ জন, কালুখালী উপজেলা ৩ জন, বালিয়াকান্দি উপজেলা ২ জন, গোয়ালন্দ উপজেলা ২ জন। হোম আইসোলেশনে চিকিৎসারত ২১৪ জন, রাজবাড়ী সদর উপজেলা ১২৫ জন, পাংশা উপজেলা ৬১ জন, কালুখালী উপজেলা ১ জন, বালিয়াকান্দি উপজেলা ৩ জন, গোয়ালন্দ উপজেলা ২৪ জন। হাসপাতালে ভর্তি আছেন ৮ জন( সদর ৭ জন,পাংশা ১ জন)।

(একে/এসপি/এপ্রিল ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test