E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

লক্ষ্মীপুরে ৫ নৌকাসহ ১ টন জাটকা আটক

২০২১ এপ্রিল ১২ ১৭:৩৯:২৬
লক্ষ্মীপুরে ৫ নৌকাসহ ১ টন জাটকা আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ৫টি নৌকা, ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ১ টন জাটকা আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (১২ এপ্রিল) ভোরে মেঘনার মোহনার উত্তর চরবংশী ইউপির আলতাফ মাষ্টার ঘাট, চরআবাবিল ইউপির হায়দরগঞ্জ সংলগ্ন সাজু মোল্লার মাছ ঘাট ও পুরান বেড়িঘাট এলাকা থেকে এসব জাটকা, নৌকা ও জাল আটক করা হয়েছে।

কোস্টগার্ড রায়পুর স্টেশনের পক্ষে পুর্বজোনের মিডিয়া কর্মকর্তা লে. আবদুর রউফ প্রেসবিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছেন।

তারা জানান, আলতাফ মাষ্টার ঘাট, চরআবাবিল ইউপির হায়দরগঞ্জ সংলগ্ন সাজু মোল্লার মাছ ঘাট ও পুরান বেড়িঘাট এলাকায় ভোর বেলায় অভিযান চালানো হয়। পরে ১ টন জাটকা, ৫টি নৌকা ও ১ লাখ ৬০ হাজার মিটার জাল আটক করা হয়েছে।

তিনি আরো জানান, অভিযানকালে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ ও জালগুলো নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়েছে।

(এস/এসপি/এপ্রিল ১২, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test