E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় বিএনপির আইনজীবী প্রতিনিধি দলের পরিদর্শন ঠেকাতে মাঠে আ. লীগ

২০২১ এপ্রিল ১৩ ১৬:২৯:৪১
সালথায় বিএনপির আইনজীবী প্রতিনিধি দলের পরিদর্শন ঠেকাতে মাঠে আ. লীগ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : ঢাকা থেকে বিএনপির একটি আইনজীবী প্রতিনিধি দল আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে ফরিদপুরের সালথায় তান্ডবে ক্ষতিগ্রস্ত ধ্বংসস্তুপ পরিদর্শনে আসবে এমন খবর পেয়ে উত্তেজিত হয়ে উঠেছিল স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

তারা লাঠিসোটা হাতে নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত সালথা-ফরিদপুর সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল, শোডাউন ও প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, গত ৫এপ্রিল সালথার সরকারি বিভিন্ন দফতর ও থানায় হামলা চালিয়েছিল বিএনপি-জামায়াত ও হেফাজতীরা। তারা সেদিন ধ্বংসযজ্ঞ চালিয়ে আজ কিভাবে আবার সেই ধ্বংসস্তুপ পরিদর্শনে আসতে চান। আমরা বেঁচে থাকতে সালথার মাটিতে তাদের ঢুকতে দিবো না।

জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মোদারেস আলী ইছা বলেন, আজ মঙ্গলবার সকাল ১০ টায় ঢাকা থেকে বিএনপির একটি আইনজীবী প্রতিনিধি দল সালথার ধ্বংসস্তুপ পরিদর্শনে আসার কথা ছিল। কারণবশত প্রোগ্রামটি স্থগিত করা হয়েছে।

এদিকে জেলা বিএনপির একটি সুত্র জানান, বিএনপির ওই আইনজীবী প্রতিনিধি দল ঢাকা থেকে রওনা হয়ে আরিচা ঘাটে আসার পর সালথায় আওয়ামী লীগের বিক্ষোভ ও শোডাউনের খবর পেয়ে তারা ফিরে যান।

সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া বলেন, সেদিন রাতে সালথায় বিএনপি-জামায়াত ও হেফাজতীরা পরিকল্পিতভাবে ওই তান্ডব চালিয়ে সরকারি সম্পদ ধ্বংস করেছে। এখন আবার নতুন করে তাদের নেতারা নাটক করার জন্য সেই ধ্বংসস্তুপ পরিদর্শনে আসতে চায়। কিন্তু সালথার আওয়ামী লীগ, যুবলীগ. ছাত্রলীগ ও সাধারন জনগন তাদের প্রত্যাখান করেছে। তারা সালথায় আসলে তাদের প্রতিহত করা হবে।

সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর বলেন, বিএনপি-জামায়াত ও হেফাজতের নেতাদের ইন্ধনে তাদের সমর্থকরা সালথার সরকারি দফতরে সেদিন ধ্বংসযজ্ঞ চালিয়েছিলো। এখন আবার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ধ্বংসস্তুপ পরিদর্শন করে মানুষকে বোকা বানাতে চায়। কিন্তু সালথার আওয়ামী লীগের নেতাকর্মীরা তা হতে দেয়নি। তাদের আশার খবরে সকলে রাস্তায় নেমে এসেছে।

প্রসঙ্গত, লকডাউনকে কেন্দ্র গুজব ছড়িয়ে গত ৫ এপ্রিল সালথা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসে তান্ডব চালায় উত্তেজিত জনতা। এ সময় দুটি সরকারি গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। এ ঘটনায় দুই যুবক নিহত হয়।

(এন/এসপি/এপ্রিল ১৩, ২০২১)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test