E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

দোকান দখল নিতে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মার খেলো ভখড়াটিয়া!

২০২১ এপ্রিল ১৫ ১৮:১৭:৩৮
দোকান দখল নিতে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মার খেলো ভখড়াটিয়া!

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় আপন দুই ভাইয়ের মধ্যে বাজারের (দোকান ঘর) ভিটির দখল নিয়ে দ্বন্দ্বে হামলার শিকার হলেন ভাড়াটিয়া।

১৪ এপ্রিল বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে উপজেলার খলিফার হাট বাজারে। জানা গেছে ওই বাজারের মৃত কাদের মাস্টারের ছেলে কামাল হোসেন কুদ্দুস এর ভাড়া দেয়া দোকানঘর দখল নিতে আসেন তার আপন ভাই শহিদুল ইসলাম ও তার স্ত্রী মিনারা বেগম। এ সময় দোকান ঘরের ভাড়াটিয়া আলামিনের মালামাল ছুড়ে রাস্তায় ফেলে দেয়ার প্রতিবাদ করলে আলামিন কে মারধর করে শহিদুল ও তার লোকজন।

দোকান ঘরের দখল নিতে ওই ঘরের দুটি দরজায় কাঠের তক্তা ও চেড়ার ক্রস দিয়ে লোহার প্যারাক মেরে দেন আপন ছোট ভাই শহিদুল । ভাইয়ে ভাইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে রক্ষা করতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন। ছুটে আসেন সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কামাল হোসেন কুদ্দুস জানান, ১৪৬ নং খতিয়ানের জমি থেকে দখলে আছে মাত্র ১পার্সেন্ট। দীর্ঘ ৩১বছর পর স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্দনে ঘরের দখল নিতে আসছে আমার আপন ভাই শহিদুল।

খোঁজ নিয়ে জানা গেছে,পাথরঘাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডে শহিদুল বাস করেন। এখানেই তিনি দীর্ঘ বছর ব্যবসা করে আসছেন। এতগুলো বছর এখানে বসবাস করে আসলেও নিজ এলাকার খলিফারহাট বাজারের তার জমি কোথায় কার দখলে আছে তার খবর রাখেননি এতদিন।

হঠাৎ কেনো তিনি এভাবে দখল নিতে গেলেন? এ প্রশ্নের জবাবে তিনি জানান, বাবা বেচে থাকতে আমার ভাই কুদ্দুস বাবাকে কিছু টাকাপয়সা দিতেন।যে কারনে আমার ওই জমির প্রতি অতটা দাবী ছিলোনা।

এ ঘটনায় কুদ্দুস মিয়ার ঘরের ভাড়াটিয়া মৃত সেকেন্দার মাতব্বরের ছেলে আলামিন মাতুব্বরকে মারধর করে এবং তার মোদি মালামাল বাহিরে ফেলে দেয় বলেও শহিদুলের বিরুদ্ধে অভিযোগ করে ভাড়াটিয়া আলামিন।

(এটি/এসপি/এপ্রিল ১৫, ২০২১)

পাঠকের মতামত:

০৭ মে ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test