E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলবাড়ীতে ঢিলেঢালা লকডাউনে রাস্তায় উপচেপড়া ভিড়

২০২১ এপ্রিল ১৬ ১৭:০৭:০৮
ফুলবাড়ীতে ঢিলেঢালা লকডাউনে রাস্তায় উপচেপড়া ভিড়

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : কোভিড ১৯ করোনা সংক্রমণ রোধে সরকার সপ্তাহব্যাপী সর্বাত্মক লকডাউন ঘোষণা করলেও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় লকডাউন চলছে অনেকটা ঢিলেঢালাভাবে। 

শুক্রবার সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ী পৌর এলাকা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের হাটবাজারগুলোতে গুটি কয়েক দোকানপাট বন্ধ থাকলেও বেশিরভাগই এক পাল্লা খুলে দেদাচ্ছে সমাগম ঘটিয়ে পণ্য বেচাকেনা করছেন। চায়ের দোকান, কাঁচাবাজার ও রাস্তায় মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। লকডাউনে বাস চলাচল বন্ধ থাকলেও অবাধে চলছে পাগলু, ট্রলি, অটোরিকশা ইজিবাইকসহ মোটরসাইকেল।

এসব যানবাহনে মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। গাদাগাদি করে যানবাহনগুলোতে চড়ে বসছে যাত্রীরা। এসব যানবাহনে তিনশুণ ভাড়া গুনতে হচ্ছে বলেও অভিযোগ যাত্রীদের। ফুলবাড়ী পৌর এলাকার কাঁচাবাজার, মাটিহাটি, পাইকারী কাঁচাবাজার, উর্বশী এলাকা, নিমতলা মোড়, ঢাকা মোড়, রেল ঘুমটি, বাসস্ট্যান্ড, টিটিই মোড়, বারাইহাট, মাদিলাহাট, আটপুকুর, মেলাবাড়ী, খয়েরবাড়ী বাজারসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। গতকাল শুক্রবার পর্যন্ত এ উপজেলায় ১৮২ জন এবং মৃত্যু হয়েছে ৮জনের।

এদিকে মানুষ মাস্ক না পরেই কারণে-অকারণে বাড়ী থেকে বের হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় থাকছে। কয়েকটি স্থানে স্বাস্থ্যবিধি মানাতে উপজেলা প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা গেছে। তবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশের গাড়ী দেখলেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। আর চলে গেলে যেই সেই আগের অবস্থা।

চন্ডিপুর গ্রামের মমতাজ উদ্দিন জানান, ব্যক্তিগত জরুরি প্রয়োজনে ফুলবাড়ী থেকে অটোরিকশায় দিনাজপুর যাচ্ছিলেন। ৫০ টাকার ভাড়া তাকে দিতে হয়েছে ১২০ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোরিকশা চালককে অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণ জানতে চাইলে বলেন, লকডাউনে গাড়ী চালালে পদে পদে চাঁদা দিয়ে চালাতে হচ্ছে তাই ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে। তাছাড়া এই সময় গাড়ী চালাতেও রিস্ক আছে।

উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে উপজেলায় সংক্রমণ বেড়েই চলছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সাস্থ্যবিধি মানা খুবই জরুরি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, সর্বাত্মক লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসনের সাথে কাজ করছে পুলিশ সদস্যরা। সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। লকডাউনভূক্ত যানবাহন চলাচল বন্ধ করতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন বলেন, লকডাউন কঠোর করতে প্রশাসন তৎপর রয়েছে। নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানাসহ সতর্ক করা হচ্ছে।

(এসিজি/এসপি/এপ্রিল ১৬, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test