E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধুর

২০২১ এপ্রিল ১৭ ১৭:৩৯:৪১
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধুর

শরীয়তপুর প্রতিনিধি : মোটরসাইকেল চালানোর সময় গাছের সাথে ধাক্কা লেগে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুরো এলাকাসহ শিক্ষক-শিক্ষার্থী ও আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনায় নিহত উভয়ই পিতা-মাতার একমাত্র পুত্র সন্তান হওয়ায় পুরো এলাকা জুড়ে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতাড়না হয়েছে। শোকে মুহ্নমান হয়ে গেছে গোটা এলাকা।

নিহতরা হলেন, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর কাজী কান্দি গ্রামের মাস্টার দোলোয়ার হোসেন শিকদারের একমাত্র পুত্র বায়েজিদ হোসেন (১৫) ও সোলায়মান আকনের একমাত্র পুত্র অভি আকন (১৫)। তারা দুই বন্ধু এবছর নশাসন ডগ্রী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার ও স্থানীয় সূত্রে জানাগেছে, বায়েজিদ ও অভি প্রতিবেশী ও একই বিদ্যালয়ে সহপাঠী। তারা একই সাথে চলাফেরাও করত। ১৬ এপ্রিল শুক্রবার ইফতারের পরে মোটর সাইকেল নিয়ে নড়িয়া উপজেলা শহরে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত সারে ৮টার দিকে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের রাজনগর বেইলী ব্রিজ সংলগ্ন আকন বাড়ির মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে বায়েজিদকে মৃত ঘোষণা করে। অপর আহত অভিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পদ্মা নদী পারাপারের সময় ফেরীর মধ্য রাত ১১টায় তার মৃত্যু হয়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, শুক্রবার রাতে বায়েজিত ও তার বন্ধু অভি মোটরসাইকেল যোগে বাসায় যাচ্ছিলো। পথিমধ্যে শরীয়তপুর-মাওয়া মহাসড়কের রাজনগর বেইলী ব্রিজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গিয়ে দুই জনই মৃত্যুবরণ করে।

ডগ্রী ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার বলেন, আমার প্রিয় দু‘জন এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের অভিভাবক ও পরিবারের সদস্যদের শান্তনা দেয়ার মত ভাষা আমরা হারিয়ে ফেলেছি।

(কেএন/এসপি/এপ্রিল ১৭, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test