E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কর্ণফুলীতে লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখায় জরিমানা 

২০২১ এপ্রিল ১৭ ২৩:১০:২২
কর্ণফুলীতে লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখায় জরিমানা 

চট্টগ্রাম প্রতিনিধি : করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করায় চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৭এপ্রিল) সন্ধ্যা উপজেলার মইজ্জ্যারটেক, ব্রীজঘাট কাঁচাবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা।

সরকারি বিধি মোতাবেক নির্ধারিত সময়ের পরে মুদি দোকান ও কাপড়ের দোকান খোলা রাখার দায়ে জনসমাগম তাদের জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক না পরার অপরাধেও বিভিন্ন লোকজনকে জরিমানার করা হয়েছে। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন সিএমপি কর্ণফুলী থানার এসআই সুমন দে, ভূমি অফিসের স্টাফ মোঃ ইউসুফ, মোঃ শাকিল ও আনসার বাহিনীর একটি টিম। এর আগে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা।

অভিযান বিষয়ে ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা বলেন, করোনা প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়। করোনা মোকাবিলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(জেজে/এসপি/এপ্রিল ১৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test