E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে ৩২ জন করোনায় আক্রান্ত

২০২১ এপ্রিল ১৮ ১৭:১৮:৪৪
রাজবাড়ীতে ৩২ জন করোনায় আক্রান্ত

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ৩২ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ৩৯০৬ জন আক্রান্ত ও ৩৬ জন মারা গেছে। 

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন রবিবার বলেন, গত ২৪ ঘন্টায় মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ৩২ জন। রাজবাড়ী সদর হাসপাতাল, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ এপ্রিল ২২টি নমুনা পাঠানো হয়। এরমধ্যে পজিটিভ ৬ জন (সদর উপজেলা ৩ জন, পাংশা ২ জন, কালুখালী ১ জন )।

গত ১৪ ও ১৫ এপ্রিল ৮৮টি নমুনা পাঠানো হয়। এরমধ্যে পজিটিভ ২৬ জন। সদর উপজেলা ২৩ জন (প্রেরিত নমুনা ৬০ জন), পাংশা উপজেলা ১ জন (প্রেরিত নমুনা ১০ জন), কালুখালী উপজেলা ১ জন (প্রেরিত নমুনা ১১ জন), গোয়ালন্দ উপজেলা ১ জন (প্রেরিত নমুনা ৭ জন)। মোট পজিটিভ রোগী শনাক্ত ৩৯০৬ জন। (রাজবাড়ী সদর উপজেলা ২১৪৮ জন, পাংশা উপজেলা ৮৫৮ জন, কালুখালী উপজেলা ২৪৭ জন, বালিয়াকান্দি উপজেলা ৩৩৮ জন, গোয়ালন্দ উপজেলা ৩১৫ জন )। সুস্থ ৩৫৭৫ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৯৪৩ জন, পাংশা উপজেলা ৭৭৭ জন, কালুখালী উপজেলা ২৩৮ জন, বালিয়াকান্দি উপজেলা ৩২৯ জন, গোয়ালন্দ উপজেলা ২৮৮ জন)। মৃত্যু ৩৬ জন (রাজবাড়ী সদর উপজেলা ২০ জন, পাংশা উপজেলা ৯ জন, কালুখালী উপজেলা ৩ জন, বালিয়াকান্দি উপজেলা ২ জন, গোয়ালন্দ উপজেলা ২ জন)। হোম আইসোলেশনে চিকিৎসারত ২৮৪ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৭৬ জন, পাংশা উপজেলা ৭০ জন, কালুখালী উপজেলা ৬ জন, বালিয়াকান্দি উপজেলা ৭ জন, গোয়ালন্দ উপজেলা ২৫ জন)। হাসপাতালে ভর্তি আছেন ১১ জন( সদর ৯ জন,পাংশা ২ জন)।

(একে/এসপি/এপ্রিল ১৮, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test