E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

ফরিদপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মানববন্ধন 

২০২১ এপ্রিল ১৯ ১২:৫৬:২১
ফরিদপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মানববন্ধন 

দিলীপ চন্দ, ফরিদপুর : চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ প্রকল্পের কর্মরত শ্রমিকদের বকেয়া বেতন ও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত ৫ জন শ্রমিককে গুলি করে হত্যা এবং অর্ধশতাধিক শ্রমিক দের আহত করার প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শহরের জনতা ব্যাংকের মোড়ে এক বিক্ষোভ সমাবেশ  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি রফিকুজ্জামান লাইক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভাইস-চেযরম্যান রুহুল আমিন, কৃষক সমিতির নেতা এডভোকেট মানিক মজুমদার প্রমুখ।

সভায় বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এছাড়া দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা একইসাথে এস আলম গ্রুপ কে এ ঘটনায় দায়িত্ব নেওয়ার জন্য এবং শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি জানান।

পরে একটি বিক্ষোভ মিছিল ফরিদপুর প্রেসক্লাবের সামনে এলে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

(ডিসি/এসপি/এপ্রিল ১৯, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test