E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধানের নায্য দাম পাবে কৃষক : খাদ্যমন্ত্রী

২০২১ এপ্রিল ১৯ ১৯:০১:৫২
ধানের নায্য দাম পাবে কৃষক : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, কৃষকের উৎপাদিত ধানের নায্য দাম নিশ্চিত করবে সরকার। এজন্য শিঘ্রী ধানের দর বেঁধে দেয়া হবে। একইসঙ্গে চাল সংগ্রহের দর ও দিনক্ষন ঘোষণা করা হবে। সরকারী গুদামে ধান-চাল কেনার পাশাপাশি খোলা বাজারে তদারকি করা হবে। যাতে কেউ সিন্ডিকেট করে দর নিয়ন্ত্রন করতে না পারে।  

সোমবার দুপুরে অনলাইনে যুক্ত হয়ে নওগাঁ জেলা প্রশাসনের এক সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। বোরো ধানের উৎপাদন, শস্য শ্রমিক ব্যবস্থাপনা, করোনা পরিস্থিতি ও লকডাউন বিষয়ে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন।

তিনি আরো বলেন, উৎপাদিত বোরোর ফলন দ্রুত ঘরে তুলতে হবে। এজন্য প্রতিটি জেলায় শ্রমিক ব্যবস্থাপনা গড়ে তোলার নির্দেশ দেয়া হচ্ছে। শ্রম উদ্বৃত্ব জেলা থেকে শস্য শ্রমিক আনা-নেয়ার ব্যবস্থা করতে প্রশাসনকে দিক নির্দেশনা প্রদান করেন তিনি। শ্রমিক ব্যবস্থাপনায় গত বছরের অজ্ঞিতা কাজে লাগিয়ে বিদ্যালয় কক্ষ ব্যবহারের পরামর্শ দেন মন্ত্রী।

সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক মো: হারুন- অর-রশীদ। বক্তব্য রাখেন, নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সামসুল ওয়াদুদ ও অন্যান্য কর্মকর্তা।

সভায় নওগাঁ জেলার করোনা ও লকডাউন পরিস্থিতি তুলে ধরা হয়। এসময় সদর হাসপাতালে শিঘ্রী করোনা পরীক্ষার জন্য ল্যাব স্থাপন, আইসিউ ও সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্ট স্থাপনের কথা জানান সাধন চন্দ্র মজুমদার।

(বিএস/এসপি/এপ্রিল ১৯, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test