E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় লকডাউনের সপ্তম দিনে কঠোর অবস্থানে জেলা পুলিশ

২০২১ এপ্রিল ২০ ১৬:০১:৫২
সাতক্ষীরায় লকডাউনের সপ্তম দিনে কঠোর অবস্থানে জেলা পুলিশ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় লকডাউনের সপ্তম দিনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মঙ্গলবার সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে সরাকারী স্বাস্থ্য বিধি না মেনে চলাচলরত ইজিবাইক, রিকশা, ভ্যাান, মাহিন্দ্র, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটক করা হচ্ছে। তবে, শহরে জনসমাগম অন্যান্য দিনের তুলনায় বেশী লক্ষ্য করা গেছে। এছাড়া শহরের সুলতানপুর বড়বাজার, পুরাতন সাতক্ষীরা কাঁচা বাজার, টাউনবাজারসহ বিভিন্ন বাজার গুলোতে মানুষ সামাজিক দূরত্ব না মেনে কেনা কাটা করছেন।  

এদিকে, লকডাউনের মধ্যে দোকানপাট খোলারাখা, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরার ১৩ টি মোবাইল কোর্টের অভিযানে ৫৪ টি মামলায় ৫৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরার এনডিসি মোঃ আজহার আলী।

(আরকে/এসপি/এপ্রিল ২০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test