E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাগাজীতে লকডাউন অমান্য করায় ৮ জনকে জরিমানা

২০২১ এপ্রিল ২১ ১৪:৫০:০৭
সোনাগাজীতে লকডাউন অমান্য করায় ৮ জনকে জরিমানা

নূরুল আমিন খোকন, ফেনী : কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত চলমান লকডাউনের বিধি-নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় সোনাগাজী বাজারের ২ ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা, কম্পিউটার প্রশিক্ষণ ল্যাব চালু রাখায় একজন মালিককে ১০ হাজার টাকা এবং লকডাউন অমান্য করে সিএনজি চালানোর দায়ে  ৫ জন সিএনজি ড্রাইভারকে ৪ হাজার ৫০০ টাকাসহ সর্বমোট ৮ জনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত ।

হোটেলে বসে কেউ যেন খেতে না পারে সেজন্য টেবিলের উপর চেয়ার তুলে রাখা হয় ।

সোনাগাজীর সকল ইউনিয়নেও এ অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিত দেব ।

আগামীকাল (২২ এপ্রিল) হতে লকডাউন কার্যকর করার জন্য আরো কঠোর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরকে নির্ধারিত সময় পর্যন্ত দোকান খোলা রাখার জন্য বলা হয়, যারা রাস্তায় সিএনজি ও টমটম নামাচ্ছেন সেসকল সিএনজি মালিক ও ড্রাইভার, টমটম মালিক ও ড্রাইভারকে রাস্তায় গাড়ি বের না করতে নির্দেশ দেওয়া হয় ।

লকডাউনে অযথা বাইরে বের না হওয়ার জন্য সোনাগাজীবাসীকে অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

(এনকে/এসপি/এপ্রিল ২১, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test