E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪৫ কেজিতে মণ, বালিয়াকান্দির ৩ আড়তদারকে জরিমানা

২০২১ এপ্রিল ২১ ১৬:২২:২৬
৪৫ কেজিতে মণ, বালিয়াকান্দির ৩ আড়তদারকে জরিমানা

আবুল কালাম আজাদ রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে পিয়াজের মণ ৪৫ কেজিতে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। অভিযানে পিঁয়াজের মন ৪৫ কেজিতে নেওয়ার অপরাধে ৩ আড়তদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। বিষয়টি নিয়ে উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর পিঁয়াজ বাজারে কৃষকের কাছ থেকে প্রতি মণে ২-৩ কেজি পিঁয়াজ বেশি নেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী তিনজন আড়তদারকে বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্য সকল বাজারে এ অভিযান অব্যাহত থাকবে।এ সময় জনসাধারণ ও গ্রাম পুলিশদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় তিনি লকডাউন কার্যকর করতে জনসাধারণকে সচেতনতামুলক বক্তৃতা করেন। অভিযানে সহযোগিতা করেন, বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম ও গ্রাম পুলিশ সদস্যরা।

(ওএস/এসপি/এপ্রিল ২১, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test