E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ৬ ট্রাক ভারতীয় পণ্যসহ ১৮ চোরাকারবারী আটক

২০২১ এপ্রিল ২২ ১৭:১১:৪৮
গৌরীপুরে ৬ ট্রাক ভারতীয় পণ্যসহ ১৮ চোরাকারবারী আটক

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র‌্যাব)-১৪ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সহ ১৮ জন চোরাকারবারীকে আটক করেছে। বুধবার ভোরে র‌্যাব ১৪’র একটি বিশেষ টিম উপজেলার  বেলতলী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পণ্যসহ চোরাকারবারিদের আটক করে।

বুধবার (২১ এপ্রিল) বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১৪ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোহাম্মদ বেলায়েত হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে, ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ পণ্য বাংলাদেশে প্রবেশ করেছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাতের নির্দেশে মেজর আখের মুহম্মদ জয় ও এএসপি তাসলিম হুসাইনের নেতৃত্বে র‌্যাব ১৪’র একটি বিশেষ টিম বুধবার ভোর রাতে উপজেলার বেলতলী বড় মসজিদ রোড এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে ছয় ট্রাক ভারতীয় পণ্য জব্দ সহ ১৮ জনকে আটক করে।

আটককৃতরা হলো সোলাইমান কবির (৪০), চিত্তরঞ্জন দে (৫১), মোঃ মতিন (৩৬), খায়রুল ইসলাম (২০), আনোয়ার হোসেন (৩০), আকরাম (২০), মিরাজ (৩০), মমিন (৩২), ইমরান (২৫), রাজু মিয়া (৩০), নজরুল ইসলাম (৪০), মাহফুজুর রহমান (৪০), কামরুল ইসলাম (২২), রুবেল (৩৪), সুমন মীর (৩২), হারেস (৪৭), রাজু (৩২) ও মোঃ সাব্বির (২০)।

জব্দ পণ্যগুলো হচ্ছে এক হাজার পিস ভারতীয় থ্রিপিস, ২৫০ পিস লেহেঙ্গা, ১২ হাজার কেজি জিরা, ৩৫০ পিস শাড়ী, ৩ হাজার ২০০ পিস সাবান, ২০ হাজার পিস মেহেদী, ৪ হাজার পিস চকলেট, ৪ হাজার পিস ভারতীয় বেটনোভেট ক্রীম ও ৩ হাজার পিস স্কিনসাইন ক্রীম।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৪'র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন ঈদকে সামনে রেখে চোরাকারবারিচক্র ভারত থেকে বিভিন্ন প্রকার পণ্য অবৈধভাবে বাংলাদেশে নিয়ে এসেছে।
গৌরীপুর থানার অফিসার ইন চার্জ (তদন্ত)মো. মনিরুজ্জামামন মজুমদার জানান, এ ঘটনায় ১৮জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

(এস/এসপি/এপ্রিল ২২, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test