E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বকুলবাড়িয়ায় অসহায় নারীদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ

২০২১ এপ্রিল ২৪ ১৬:২৭:২৮
বকুলবাড়িয়ায় অসহায় নারীদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানে আর নারী পুরুষ সমতায় এবং মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর দেয়া গরীব অসহায় দুস্থ ও নিন্ম আয়ের মহিলাদের মাঝে চাল (ভিজিএফ) ও কার্ড বিতরণ করা হয়।

শনিবার বেলা ১২ টায় আনুষ্ঠানিক ভাবে বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনে স্বাস্থ্যবিধি বজায় রেখে কার্ড ও চাল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ ও উপজেলা নির্বহী অফিসার আশিষ কুমার।

বিতরণকালে উপস্থিত ছিলেন বকুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু জাফর খান ও গণমাধ্যম কর্মীসহ ইউপি সদস্য গণ।

ইউপি অফিস সূত্রে জানা যায়, ইউনিয়নের দুস্থ মোট ১শত ৭৮টি মহিলা পরিবার প্রধানকে ৩ মাসে একত্রে মাসিক ৩০ কেজি হারে মোট ৯০ কেজি করে চাল ও (ভিজিএফ) কার্ড প্রদান করা হয়।

(এসডি/এসপি/এপ্রিল ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test