E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ্বিতীয় দফায় ৫০০ জনকে ত্রাণ ও নগদ অর্থ দিলেন সোনাগাজী পৌর মেয়র  

২০২১ এপ্রিল ২৪ ১৮:৫১:০০
দ্বিতীয় দফায় ৫০০ জনকে ত্রাণ ও নগদ অর্থ দিলেন সোনাগাজী পৌর মেয়র  

নূরুল আমিন খোকন, ফেনী : মহামারী করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সর্বাত্মক লকডাউনে দুর্দশায় দিন কাটাচ্ছে অসহায় হতদরিদ্র ও কর্মহীন মানুষেরা, তাদের দুর্দশা লাঘবে নিজস্ব উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন ।

শনিবার (২৪ এপ্রিল) সকালে স্বাস্থ্যবিধি অনুসরণ করে দুইশত জন কর্মহীন বাস শ্রমিক ও তিন শতাধিক অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলু আর ইফতার সামগ্রী ও নগদ ২০০ টাকা করে যাতায়াত ভাড়া বিতরণ করেছেন ।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল (বৃহস্পতিবার) প্রথম দফায় ৭০০ জন অসহায় লোককে ত্রাণ ও নগদ টাকা বিতরণ করেছেন জননন্দিত পৌর মেয়র খোকন ।

মেয়র খোকন জানান, লকডাউনে কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়া নিম্ন আয়ের মানুষের জন্য তিনি জননেত্রী শেখ হাসিনা ও ফেনী- ২ আসনের এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে এ উদ্যোগ গ্রহণ করেছেন ।

তিনি আরও জানান, যতদিন করোনা মহামারীর দুর্যোগ চলবে ততদিন সোনাগাজী পৌরসভা ও তাঁর নিজস্ব অর্থায়নে অসহায় লোকদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ।

(এনকে/এসপি/এপ্রিল ২৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test