E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাগাজীতে ইউএনও'র নাম ভাঙিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র

২০২১ এপ্রিল ২৫ ১৮:২২:০০
সোনাগাজীতে ইউএনও'র নাম ভাঙিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র

নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর সোনাগাজীতে ইউএনও'র নাম ভাঙিয়ে সাখাওয়াত উল্যাহ তারেক নামে এক ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র ।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবদুল বারেক আরু মিয়া আমির উদ্দিন মুন্সির হাটের 'তারেক সুইটস এন্ড কনফেশনারীতে' গিয়ে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কর্মচারীর মাধ্যমে দোকান মালিকের নাম্বার সংগ্রহ করে বলেন, দোকানীর নাম্বারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোন করবে, ফোন দিলে তিনি যেন ফোন ধরেন । একই দিন রাত নয়টা চুয়াল্লিশ মিনিটে দোকানীর মোবাইল নাম্বারে ০১৬১০৪৭৩০৩৯ নাম্বার থেকে ইউএনও পরিচয় দিয়ে দোকানীর কাছে ফোন করেন ।

মিষ্টির কারখানা খোলা রাখার অপরাধের হুমকি দিয়ে ভ্রাম্যমান আদালত থেকে বাঁচতে ৪০ হাজার টাকা দাবি করা হয় । রাত দশটার দিকে দুই দফায় দোকানী ওই নাম্বারে বিকাশ করে পঁয়ত্রিশ হাজার টাকা পাঠিয়ে দেন ।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি বিষয়টি ইউএনওকে অবহিত করেন, ইউএনও বিষয়টি অবগত নয় বলে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলেন ।

আমিরাবাদ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবদুল বারেক আরু মিয়া বলেন, ওই নাম্বার থেকে তাকে ইউএনও পরিচয় দিয়ে নাম্বার সংগ্রহ করে দিতে বলেছিল, আমি দোকানে গিয়ে নাম্বার সংগ্রহ করে দিয়েছি টাকা প্রদানের ব্যপারে আমি কিছুই জানিনা ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তার কাছে বিষয়টি জানালে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করার প্রস্তুতি চলছে ।

(এনকে/এসপি/এপ্রিল ২৫, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test