E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

২০২১ এপ্রিল ২৭ ১৪:০২:৪৯
নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : করোনাভাইরাস এর কারণে নারায়ণগঞ্জের কর্মহীন খেটে খাওয়া দিনমজুর, অসহায় দুস্থ ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ করেছে বিআইডব্ল্উিটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কতৃপক্ষ।

সোমবার (২৬ এপ্রিল) নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয়ে এ ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, আলু, তেল, আটা ও লবণ।

বিআইডব্ল্উিটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্ল্উিটিএর উপ পরিচালক মোবারক হোসেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহজামান, পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান, বিআইডব্ল্উিটিএর সিবিএ কেন্দ্্রীয় সেক্রেটারী রফিকুল ইসলাম, সিবিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরন অনুষ্ঠানে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, অসহায় মানুষদের পাশে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার জন্য আহবান জানান। করোনা প্রতিরোধে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মনে রাখবেন সচেতনতার কোন বিকল্প নেই। সবাই এগিয়ে আসলে ইনশাল্লাহ করোনা মোকাবেলা সম্ভব হবে।

(এস/এসপি/এপ্রিল ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test