E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনার পাথরঘাটায় নিরাপদ পানি সরবরাহের উদ্বোধন 

২০২১ এপ্রিল ২৮ ১৫:৩৮:১৯
বরগুনার পাথরঘাটায় নিরাপদ পানি সরবরাহের উদ্বোধন 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ৩ ইউনিয়নে নিরাপদ খাবার পানি সরবরাহের উদ্বোধন করা হলো।

বুধবার বেলা ১১ টায় সদর ইউনিয়ন থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।

জনসাস্থ প্রকৌশল এর অধীনে পরিশুদ্ধ পানীয় জলের এই কার্যক্রম চলবে দীর্ঘদিন। পাথরঘাটা সহ আশেপাশের এলাকায় মহামারী ডায়রিয়া ছড়িয়ে পড়ার পরে খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। পানির তীব্র সংকটকালে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে আরও একটি সাপ্লাইয়ের কাজ চলছে দ্রুত গতিতে।

পাথরঘাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী দোলা মল্লিক জানান,সাড়ে ৩হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি গাড়ি তিনটি ইউনিয়নে ঘুরে ঘুরে খাবার পানি সরবরাহ করবে।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, পানি সংকট রোধে পাথরঘাটায় ৪৭টি খাস পুকুর সংস্কার করা হচ্ছে। এছাড়াও চরদুয়ানী, কাঠালতলী ও সদর ইউনিয়নে টিউবওয়েল স্থাপন করা যাচ্ছে না বিধায় ভ্রাম্যমাণ গাড়িতে পানীয় জল সরবরাহের উদ্ভোধন করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা মনে করেন মহামারী ডায়রিয়া রোধে এই কার্যক্রম বিশেষ ভুমিকা রাখবে । পাশাপাশি এই সরবরাহ দীর্ঘদিন চলোমান রাখার জন্য কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি করেন তারা।

(এটি/এসপি/এপ্রিল ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test