E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মেঘনায় ৩৯ লাখ টাকার কারেন্ট জাল আটক 

২০২১ এপ্রিল ২৮ ১৬:২১:৩৮
মেঘনায় ৩৯ লাখ টাকার কারেন্ট জাল আটক 

নোয়াখালী প্রতিনিধি : হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে নৌ-পুলিশ। 

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের মাউজচা মার্কেট ও বাংলাবাজার সংলগ্ন মেঘনা নদী থেকে এই জাল আটক করা হয়।

নৌ-পুলিশ জানায়, মেঘনা নদীতে কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের খবর পেয়ে অভিযান চালায় হাতিয়ার নলচিরা নৌ-পুলিশের সদস্যরা। এসময় নৌ-পুলিশের সদস্যদের অভিযান টের পেয়ে জেলেরা পালিয়ে গেলে ১ লাখ ৩০ হাজার মিটার জাল ও নৌকা আটক করে ক্যাম্পে নিয়ে আসে পুলিশের সদস্যরা। আটককৃত জালের বাজার মূল্য অনুমানিক ৩৯লাখ ২০ হাজার টাকা প্রায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে আটককৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ আকরাম উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

(এস/এসপি/এপ্রিল ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test